সব

স্মার্ট ডিভাইস রিয়েলমির বাডস এয়ার

আপডেট : ২৭ মে ২০২১, ০১:০২

ফ্যাশন ট্রেন্ডের জগতে যখন সবকিছুই নতুনত্ব, তখন বাদ পড়েনি গান শোনার যন্ত্রে। একসময় ইয়ারফোন লাগিয়ে ভলিউম বাড়িয়ে গান শোনায় এক আলাদারকম ভালোলাগা অনুভূতি হতো। কিন্তু হালের তালে তালে এসেছে প্রযুক্তির নানা ছোঁয়া, এখন গান শুনতে ভরপুর নজরকাড়া ডিজাইনের যন্ত্র বাজারে অহরহ।

একজোড়া ওয়্যারলেস ইয়ারবাডস এখন আর শুধু বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয়তা। আর তরুণ কিংবা ব্যবহারকারীদের জন্য অন্যান্য ব্রান্ডের মতো রিয়েলমি সম্প্রতি বাংলাদেশের বাজারে এনেছে দুটি এআইওটি পণ্য। রিয়েলমি বাডস এয়ার ২ ও বাডস এয়ার ২ নিও। নির্বিঘ্নে কাজ করার জন্য নয়েজ ক্যান্সেলেশন মোড খুবই প্রয়োজনীয় একটি ফিচার।

উভয় ইয়ারবাডসে রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশনসহ দুর্দান্ত সব ফিচার। ফলে নিরন্তর যোগাযোগের প্রয়োজনীয়তা এবং নির্বিঘ্নে মিউজিক উপভোগ করার জন্য এই দুটি হতে যাচ্ছে দুর্দান্ত স্মার্ট ডিভাইস।

রিয়েলমি বাডস এয়ার ২-এর আর ২ চিপের সাহায্যে ২৫ ডেসিবল অবধি সক্রিয় শব্দ, বিমান, পাতালরেল ও অন্যান্য যানে জন্য উৎপন্ন স্বল্প ফ্রিকোয়েন্সির শব্দ ফিল্টার করতে সক্ষম। ব্যবহারকারীরা এখন অপ্রয়োজনীয় শব্দ ক্যান্সেল করে উপভোগ করতে পারবেন গান শোনা, কথা বলা। এএনসি নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তির সাহায্যে রিয়েলমি বাডস এয়ার ২-তে ডাবল মাইক্রোফোন কথা বলার সময় আশপাশের শব্দ কমিয়ে দেয় এবং বাইরে থাকাকালীন কল গ্রহণ করা আরও সহজ করে তোলে।
বাডস এয়ার ২-এ ব্যবহৃত ডায়মন্ড গ্রেড কার্বন ডায়াফ্রাম, মিউজিক স্টুডিও স্ট্যান্ডার্ডের সাউন্ড উৎপাদন করে। উচ্চ মানের অডিও, বেস বুস্ট এবং বেস উন্নতকরণ সমাধান থাকার কারণে এই বাডস দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে পারে। এ ছাড়া বাডস এয়ার ২-তে ওপেনআপ অটো কানেকশন, গুগল ফাস্ট পেয়ার, স্মার্ট ওয়ার শনাক্তকরণ এবং ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোলের মতো অনেক স্মার্ট ফিচার আছে, যেসব ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়িয়ে তোলে। রিয়েলমি বাডস এয়ার ২-তে গেম মোডকে আপগ্রেড করার জন্য লেটেন্সি ৮৮ মিলিসেকেন্ড পর্যন্ত নামিয়ে আনা হয়েছে।

বাডসের কালো ও সাদা—এই রংগুলো স্ট্রিট স্টাইল দ্বারা অনুপ্রাণিত। ক্লোজার ব্ল্যাক রংটি ম্যাট প্রক্রিয়ায় তৈরি, যা ইয়ারবাডসকে সুরক্ষিত রাখে এবং ইলেকট্রোপ্লেটেড হওয়ার কারণে ইয়ারবাডের রডগুলো সব সময়ই চকচক করবে।
শক্তিশালী আর ২ চিপ এবং বড় ব্যাটারি থাকার কারণে এই ইয়ারবাডসে ২৫ ঘণ্টা প্লেব্যাক সময় পাওয়া যায়। একবারের জন্য চার্জ করলে এই ইয়ারবাডস দিয়ে ৫ ঘণ্টা পর্যন্ত সীমাহীন মিউজিক উপভোগ করা সম্ভব। মাত্র ১০ মিনিটের চার্জিং ব্যবহারকারীদের ১২০ মিনিটের প্লেব্যাক সময় দেবে। রিয়েলমি বাডস এয়ার ২-এর বাজারমূল্য মাত্র ৪ হাজার ৯৯৯ টাকা। কেনার জন্য ভিজিট করতে পারেন

https://rebrand.ly/Buy_Now_realmeBudsAir2

স্মার্টফোনের দাম বাড়ছে কেন

উন্নত প্রযুক্তি নিয়ে রিয়েলমি

নজরকাড়া রিয়েলমি বুক স্লিম পারফরম্যান্সেও উচ্চসম্পন্ন

দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে হাজির রিয়েলমি নারজো ৩০

রিয়েলমিতে আইফোনের ফিচার

‘ডেয়ার টু লিপ’ স্লোগানে রিয়েলমি ৮

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ