সব

রিয়েলমিতে আইফোনের ফিচার

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৫:৫৫

রিয়েলমি ফ্ল্যাশ নামের নতুন একটি স্মার্টফোন আসছে বাজারে। এর সঙ্গে থাকবে ম্যাগডার্ট ওয়্যারলেস চার্জার। যা কিনা আইফোনের অনেকাংশে মিল।

 

এই চার্জারে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাওয়া যেতে পারে। যা স্মার্টফোন বিশ্বের দ্রুততম ওয়্যারলেস চার্জিং হতে পারে।

ওয়্যারলেস চার্জিংয়ে মূলত একটি ম্যাগনেটিক প্ল্যাটফর্ম দেওয়া হয়। যার উপর ফোন রাখলেই চার্জ হতে শুরু করে। অর্থাৎ ফোনের মধ্যে চার্জারের ইউএসবি লাগানোর কোনও প্রয়োজন নেই।

 

এছাড়া টেবিলের নিচেও ওয়্যারলেস চার্জারটি সেট করা যায়। ফলে টেবিলের নির্দিষ্ট স্থানে ফোন রাখলেই তা চার্জ নিতে শুরু করবে। তবে সে ক্ষেত্রে মাঝের কাঠ অত্যন্ত পাতলা হতে হয়। 

 

এরই মধ্যে নতুন ফোনের টিজার প্রকাশ করেছে রিয়েলমি। ৩ আগস্ট এ বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি।

 

জিএসএমএরেনার প্রতিবেদন অনুযায়ী, রিয়েলমি ফ্ল্যাশে কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট থাকবে। নতুন ডিভাইসটিতে ১৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম থাকবে। সঙ্গে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা থাকবে বলে জানা গেছে।

আইফোনে করা যাবে ত্রিমাত্রিক ভিডিও ধারণ

আইওএসে ম্যালওয়্যার

স্মার্টফোনের দাম বাড়ছে কেন

উন্নত প্রযুক্তি নিয়ে রিয়েলমি

কোয়াড ক্যামেরায় গ্যালাক্সি এ৫২এস

নজরকাড়া রিয়েলমি বুক স্লিম পারফরম্যান্সেও উচ্চসম্পন্ন

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ