সম্প্রতি আইফোন ওএস-এর নতুন সংস্করণ আইওএস-১৭ উন্মুক্ত হয়েছে। কিন্তু উন্মোচিত হবার কিছু দিনের মাঝেই দেখা দিয়েছে সমস্যা যদিও খুব তারাতারি এটার সমাধানও বের করেছে অ্যাপল। এজন্য জরুরিভিত্তিতে আইওএস-১৭ এর নতুন আপডেট আইওএস ১৭.০.১ আপডেট করে নিতে বলা হচ্ছে। যারা পুরোনো ডিভাইসে নতুন ওএস ইনস্টল করেছে তাদেরকেও নতুন এই আপডেট ইনস্টল করে নিতে বলা হয়েছে।
ডেইলি মেইল জানায়, নতুন আপডেটে তিনটি নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে। যে ত্রুটিগুলোর কারণে ম্যালওয়্যার আক্রমণের আশঙ্কা ছিল। ২০১৮ সাল থেকে বের হওয়া সব আইফোনেই যেহেতু নতুন ওএস আপডেট সম্ভব তাই যারাই এটি আপডেট করেছে তাদের সবাইকেই পরবর্তী আপডেটটি করে নিতে বলা হয়েছে। আর যারা আইফোন ১৫ কিনে ফেলেছেন তাদের আইওএস ১৭.০.২ আপডেট করে নিতে বলা হয়েছে।
আইওএস ১৭-তে পুরোনো ডিভাইস থেকে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ত্রুটি দেখা গিয়েছিল যার সমাধান ও হয়েছে এই আপডেট এর মাধ্যমে।