আইফোনের নতুন ফিচার নিয়ে গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরেই। সেই গুঞ্জনকে সত্যিতে রূপ দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। অ্যাপল সিইও টিম কুক পরিচয় করিয়েছেন আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স ও আইফোন ১২ মিনির সঙ্গে।
সাশ্রয়ী দামের স্মার্ট স্পিকার হোমপড সম্পর্কেও তিনি তথ্য দিয়েছেন। এক নজরে দেখে নেবো ফিচার সম্পর্কে-
স্পেসিফিকেশন
ডুয়েল সিমের ৪টি ফোনেই আছে ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা। অপারেটিং সিস্টেমে আছে আইওএস ১৪, যা চলবে এ১৪ বায়োনিক প্রসেসরের সাহায্যে। সিরামিক শিল্ডগ্লাস প্রোটেকশনসহ ফোনগুলোতে আছে সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে। প্রতিটি আইফোনই চার্জ হবে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জার দিয়ে।একটি একটি চার্জিং প্যাড যা ১৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। দুটি সংস্করণে পাওয়া যাবে চার্জিং প্যাডটি।ম্যাগসেফ চার্জার দিয়ে একটি ও ম্যাগসেফ চার্জার ডুয়ো দিয়ে একত্রে দুটি ডিভাইস চার্জ করা যাবে।
ক্যামেরা
আইফোন ১২ মিনি ৫.৪ ইঞ্চি, আইফোন ১২ ও আইফোন ১২ প্রোয়ের ডিসপ্লে ৬.৭ ইঞ্চি, আইফোন ১২ প্রো ম্যাক্সের ডিসপ্লে ৬.৭ ইঞ্চি লম্বা। আইফোন ১২ মিনিতে আছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। ক্যামেরা দুটির একটি ওয়াইড অ্যাঙ্গেল ও অন্যটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
আইফোন ১২ ও আইফোন ১২ প্রোয়ে আছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড, আল্ট্রা ওয়াইড ও টেলিফটো ক্যামেরা। আইফোন ১২ প্রো ম্যাক্সে টেলিফটো লেন্স দিয়ে জুম (৫গুণ অপটিকাল জুম) করে ছবি তোলা যাবে। এর বাইরে ক্যামেরা সেটআপ একই থাকবে। ৪টি মডেলেই এফ/২.২ অ্যাপার্চারসহ সামনে থাকবে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
তবে আইফোন ১২ প্রো ও আইফোন ১২ প্রো ম্যাক্সে বাড়তি হিসেবে আছে ছবি এডিটের সুযোগ। প্রো র ফরম্যাট ব্যবহার করে পেশাদার ফটোগ্রাফাররা ফোনেই ছবি এডিট করতে পারবেন।
দাম
সবচেয়ে কম দামে পাওয়া যাবে আইফোন ১২ মিনি। এর ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম শুরু ৭০০ ডলার থেকে। আইফোন ১২ প্রো ম্যাক্সের ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম শুরু ১০৯৯ ডলার থেকে। ৬৪ জিবি স্টোরেজসহ আইফোন ১২ পাওয়া যাবে ৭৯৯ ডলারে। আইফোন ১২ প্রোয়ের ১২৮ জিবি সংস্করণের দাম ৯৯৯ ডলার।