সব

অ্যাপলের বিরুদ্ধে কয়েক শ কোটি ডলার জরিমানা

আপডেট : ২৬ জুন ২০২৪, ১২:৫৭

নীতিমালা লঙ্ঘনের অভিযোগে টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে কয়েক শ কোটি ডলার জরিমানা করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত মাসে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) নামে নতুন একটি আইন চালু করেছে ইইউ। শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর বাজার নিয়ন্ত্রণ করার প্রবণতা কমাতে ও বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসকে নিয়ন্ত্রণ আনা এই আইনের লক্ষ্য। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অ্যাপল ডিএমএ আইনের নতুন নিয়মগুলো মেনে চলছে না বলে অভিযোগ ইইউ নিয়ন্ত্রকদের। কোম্পানিটি সফটওয়্যার নির্মাতাদের নিজেদের অ্যাপ ডাউনলোড করায় বাধা দিচ্ছে এবং গ্রাহকদেরকে বিভিন্ন নতুন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

এদিকে ইউরোপীয় কমিশন বলছে, অ্যাপ স্টোরের ক্ষেত্রে অ্যাপলের নীতিমালার কারণে অ্যাপ নির্মাতারা গ্রাহকদেরকে স্বাধীনভাবে বিকল্প চ্যানেল থেকে বিভিন্ন অফার ও কনটেন্ট ডাউনলোডের সুবিধা দিতে পারছে না। তবে এসব অভিযোগের প্রতিক্রিয়া জানানোর সুযোগ আছে অ্যাপলের কাছে, যা পর্যবেক্ষণ করে দেখবে কমিশন। 

অ্যাপলের এই আইন মেনে চলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ২০২৫ সালের মার্চের মধ্যে। সিদ্ধান্ত অ্যাপলের বিপক্ষে গেলে কোম্পানিটি নিজেদের বৈশ্বিক আয়ের (৩৮৩ বিলিয়ন ডলার) ১০ শতাংশ পর্যন্ত বা দৈনিক জরিমানার মুখে পড়তে পারে। 

ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতাবিষয়ক কমিশনার মারগ্রেথ ভেস্টেগার বলেন, ‘অ্যাপলের নতুন ব্যবসায়িক নীতিমালার ফলে বিকল্প মার্কেটপ্লেসগুলো থেকে আইওএস ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে অ্যাপ নির্মাতাদের।’ 

এদিকে বেশ কয়েক মাস ধরেই অ্যাপল বলে আসছে, অ্যাপ নির্মাতা ও ইউরোপীয় কমিশনের মতামতের ভিত্তিতে ডিএমএ মেনে চলার উদ্দেশ্যে অ্যাপ স্টোরে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

আইফোনে করা যাবে ত্রিমাত্রিক ভিডিও ধারণ

আসছে ‘আইওএস ১৭’

নতুন পণ্যের ঘোষণা দিল অ্যাপল

৬ কোটির টার্গেট অ্যাপলের

অ্যাপলের সাথে টিম কুকের ১০ বছর

অ্যাপল ওয়াচ পেতে আরও অপেক্ষা

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ