আগামী মাসেই বাজারে নবম প্রজন্মের আইপ্যাড আনতে পারে অ্যাপল। এর হাত ধরে চলতি পঞ্জিকাবর্ষে ছয় কোটিরও বেশি আইপ্যাড বিক্রি করতে পারে যুক্তরাষ্ট্রের কুপার্টিনোভিত্তিক কোম্পানিটি। খবর আইএএনএস।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আইপ্যাড বিক্রি বছরওয়ারি ৭৯ শতাংশ বেড়েছে। ডিজিটাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পঞ্জিকাবর্ষে যে ছয় কোটি ট্যাব বিক্রি হতে পারে, তার উল্লেখযোগ্য অংশজুড়ে থাকবে আইপ্যাড মিনি। নতুন আইপ্যাড মিনিতে সরু বেজেলের বড় ডিসপ্লে ও আরো ভালো প্রসেসর থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে।
নতুন আইপ্যাড মিনিতে অ্যাপল পেন্সিল ব্যবহার করা যাবে বলেও জানা গেছে। এতে গতানুগতিক ধারার ৩ জিবি র্যাম ও পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। বর্তমানে বাজারে যে আইপ্যাড রয়েছে, সেটিতে এ১২ বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে, পরের ভার্সনে আরো ভালো প্রসেসর ও স্টোরেজ সুবিধা দেয়া হবে।
প্রতিবেদনে আরো দাবি করা হয়, মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট ভবিষ্যতে আইপ্যাডের জন্য টাইটেনিয়াম চেসিস ব্যবহারের বিষয়েও ভাবছে। অ্যাপলের ওয়াচ সিরিজ ৭, আইফোন ১৩ সিরিজ, ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো ল্যাপটপের সঙ্গে নবম প্রজন্মের আইপ্যাড বাজারে আনা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।