প্রায় তিন মাসের টেস্টিং শেষে অ্যাপল তাদের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৭ বাজারে আনতে যাচ্ছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘ওয়ান্ডারলাস্ট’ অনুষ্ঠানে আইফোন ১৫ সিরিজের আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্স মডেলের ৪টি আইফোন আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন আইফোন আনার পাশাপাশি ‘আইওএস ১৭’ অপারেটিং সিস্টেমও আনছে প্রতিষ্ঠানটি। নতুন এ অপারেটিং সিস্টেমে মেসেজেস, ফেসটাইম সুবিধা হালনাগাদের পাশাপাশি লাইভ ভয়েসমেইল, ফেসটাইম অডিও, ভিডিও মেসেজ, কন্টাক্ট পোস্টারসহ বিভিন্ন নিরাপত্তা সুবিধা যুক্ত করা হয়েছে। তবে অ্যাপলের সব ফোনে এই আপডেট পাওয়া যাবে না।
আইফোনের যেসব মডেল আপডেট পাবে তার তালিকা ওয়ান্ডারলাস্ট ইভেন্টে দিয়েছে অ্যাপল।
যেসব মডেল পাচ্ছে আইওএস ১৭ আপডেট
আইফোন ১৫ সিরিজের আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্স মডেলের ৪টি আইফোনে স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত থাকবে আইওএস ১৭ অপারেটিং সিস্টেম। নতুন আইফোনের পাশাপাশি পুরোনো মডেলের যেসব আইফোনে আইওএস ১৭ ব্যবহার করা যাবে সেগুলো হলো, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স আর এবং আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম থেকে পরবর্তী সংস্করণ)।
যেসব ফোন পাবে না এই আপডেট
আইফোন ৮, আইফোন ৮ প্লাস ও আইফোন এক্স এই আপডেট পাবে না।
যেভাবে সফটওয়্যার আপডেট দিতে হবে
পুরোনো আইফোন ব্যবহারকারীদের অনেকেই নিজেদের আইফোনের মডেলের তথ্য জানেন না। কেউ আবার পুরোনো আইফোন কেনার পরিকল্পনা করছেন। আর তাই পুরোনো আইফোন কেনার আগে সেটিতে নতুন আইওএস ব্যবহার করা যাবে কি না, এ বিষয়ে জানতে হবে। আইফোনের মডেল সম্পর্কে জানার জন্য প্রথমে সেটিংসে প্রবেশ করে জেনারেল অপশনে ট্যাপ করতে হবে। এরপর অ্যাবাউট অপশনে ক্লিক করলেই আইফোনের মডেল এবং ব্যবহৃত আইওএস সংস্করণের তথ্য দেখা যাবে।