আইফোন ১৩ সিরিজের সঙ্গে বাজারে নতুন স্মার্টওয়াচ আনার সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। কিন্তু ডিজাইন-সংক্রান্ত জটিলতার কারণে সাময়িকভাবে উৎপাদন পিছিয়েছে এ প্রযুক্তি জায়ান্ট। এ বিষয়ে অবগত একাধিক সূত্র জানায়, গত সপ্তাহে ছোট আকারে অ্যাপল ওয়াচ ৭-এর উৎপাদন শুরু করা হয়েছিল। কিন্তু ডিজাইনের দিক থেকে ইঞ্জিনিয়ারদের সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হওয়ায় সমালোচনার সৃষ্টি হয়। খবর নিক্কেই এশিয়া।
সূত্রগুলো বলছে, অ্যাপল ওয়াচের ডিজাইন নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এর উৎপাদন কার্যক্রম পিছিয়ে দেয়া হয়েছে। ওয়াচের আগের সংস্করণগুলোর তুলনায় নতুন ভার্সনের ডিজাইন একেবারেই আলাদা। সেই সঙ্গে ইলেকট্রনিক মডিউল, কম্পোনেন্ট এবং ডিসপ্লে একত্রিত করার সময় উৎপাদনকারীরা সমস্যা খুঁজে পেয়েছেন বলে জানা গেছে। এ সমস্যার কারণে সাময়িকভাব অ্যাপল ওয়াচের উৎপাদন বন্ধ করা হয়েছে। সমস্যা সমাধানের পর নতুন ডিজাইন নির্ধারণ করে পুনরায় ওয়াচের গণ-উৎপাদন শুরু করবে অ্যাপল ও এর সরবরাহকারীরা।
আসন্ন অ্যাপল ওয়াচের রক্তচাপ নির্ণয়ের ফিচার যুক্ত করা হবে বলে উৎপাদনকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। এর ফলে ওয়াচে বিভিন্ন উপাদান স্থাপন করতে হবে। এর পাশাপাশি নতুন এ পণ্যে ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচারও যুক্ত করতে হবে। যে কারণে এর উৎপাদন আরো জটিল হয়েছে।
এ বিষয়ে সরাসরি অবগত একটি সূত্র নিক্কেই এশিয়াকে জানান, অ্যাপল ওয়াচ উৎপাদন কার্যক্রমের সঙ্গে জড়িত সবাই বাজারে বিদ্যমান নকশার ভিত্তিতে সন্তোষজনক উৎপাদনে পৌঁছতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে অ্যাপলও কিছু সরবরাহকারী প্রতিষ্ঠানকে উৎপাদনকারীদের কাছে যন্ত্রাংশ সরবরাহ পেছানোর কথা জানিয়েছে।