সব

দুই ঝর্ণার মিলন যেখানে

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫:৪৫

 

দেশের বিভিন্ন স্থানে নিশ্চয়ই ছোট-বড় সব ঝরনা দেখেছেন! তবে কখনও কি দুই ঝরনার মিলন দেখেছেন? এজন্য আপনাকে দেশের বাইরে যেতে হবে না।

দেশের মধ্যেই বিস্ময়কর এ সৌন্দর্য উপভোগ করতে আপনাকে যেতে হবে খাগড়াছড়িতে। সেখানকার দীঘিনালার মেরুং ইউনিয়নের বিষ্ণু কাবারিপাড়ায় গেলেই চোখে পড়বে দুই ঝরনার মিলন।


আর এই ঝরনার নাম দেওয়া হয়েছে ‘তৈছামা’, যার অর্থ হলো ঝরনার মা। ঝরনার মিলনস্থলকে বলা হয় তুয়ারি মাইরাং।

অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা এরই মধ্যে ভিড় জমাচ্ছে স্থানটিতে। তৈছামা ঝরনায় যেতে পাড়ি দিতে হয় ছোট-বড় পাহাড়, জুম ক্ষেত, স্রোতস্বিনী ঝিরি ও পাথুরের রাস্তা।


লোকালয় থেকে ঘণ্টাখানেক হাঁটলেই পৌঁছে যাওয়া যায় দুই ঝরনার মিলনস্থলে। সেখোনে গিয়েই দেখা মিলবে, উঁচু-নিচু পাহাড় ও চোখ ধাঁধানো সবুজ জুম।

পাহাড় থেকে যেদিকেই তাকাবেন চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর পাহাড়ের পথ পাড়ি দেওয়ার সময় মনে হবে, মেঘ যেন এসে আপনার হাতে ধরা দেবে!

তবে সেখানকার যাতায়াতে অবকাঠামো এখনও অনেকটা অনুন্নত। তবে শিগগিরই এর উন্নতি করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এমনকি আগত পর্যটকদের নিরাপত্তা ও গাইড সুবিধাও দেওয়ার ব্যবস্থা করা হবে।

খাগড়াছড়িতে গেলে আরও দেখতে পারবেন বেশ কয়েকটি ঝরনা। এর মধ্যে তৈদুছড়া, তুয়ারি মাইরাং, রিছাং, তৈছামা অন্যতম।

হিমাচলের আকর্ষণীয় ১০ পর্যটন কেন্দ্র

মেঘের মেলা নাকি ভেলা !

পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজারে সিসিটিভি ক্যামেরা

সাজেকে ফিরছে পর্যটকরা

গুহাতে ৫০০ দিন

সৌন্দর্যের জাদু যাদুকাটা নদীতে

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ