সব

পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজারে সিসিটিভি ক্যামেরা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নানা চ্যালেঞ্জ মোকাবিলায় পর্যটন শহর কক্সবাজারের পর্যটনকেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিয়েছেন টুরিস্ট পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক। 

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন কার্যালয়ে পর্যটক হয়রানি রোধে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “পর্যটন এলাকায় অপরাধ দমন ও নিয়ন্ত্রণ, অপরাধীকে আদালতে দোষী সাব্যস্ত করতে বিশ্বের উন্নত দেশগুলোতে ব্যবহৃত হয় ডিজিটাল পদ্ধতি। এভাবেই খুব সহজে ও দ্রুত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়।”

তিনি আরও বলেন, “জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো পর্যটককে হোটেল কক্ষ ভাড়া দেওয়া যাবে না।”

যদি জাতীয় পরিচয়পত্র ছাড়া ভাড়া দেওয়া হয়, তাহলে হোটেল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন টুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ