সব

সবই মিলছে একসাথে এক প্ল্যাটফর্মে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০৯


প্রযুক্তি উন্নয়নে বৈশ্বিক প্রবণতার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য অনলাইনে ভ্রমণ চাহিদা পূরণের লক্ষ্যে ‘ট্রিপলাভার’ বাংলাদেশ ট্রাভেল মার্কেটে এক বড় ধরনের পরিবর্তন ঘটানোর জন্য আবির্ভূত হয়েছে।

ট্রিপলাভার ইউএস-বাংলা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ভ্রমণ পিপাসু মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে সকল ধরনের সুবিধা নিয়ে পথ চলতে শুরু করেছে তারা।


শনিবার (৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, ট্রিপলাভারে সারা বিশ্বের সকল এয়ারলাইন্সের টিকিট সংগ্রহের উল্লেখযোগ্য প্লাটফর্ম হিসেবে ট্রাভেলারদের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ট্রিপলাভারে শুধুমাত্র অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিট বুকিং সেবাই দিচ্ছে না, পাশাপাশি হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজসহ ভ্রমণ সংক্রান্ত সকল ধরনের সেবা দেয়ার হাব হিসেবে ভূমিকা রাখছে।

করোনা মহামারিতে যেখানে সারাবিশ্বের এয়ারলাইন্স, হোটেল-মোটেল-রিসোর্ট, ট্যুর এজেন্সি, ট্রাভেল এজেন্সিগুলো বন্ধ হওয়ার উপক্রম সেখানে ইউএস-বাংলা গ্রুপ ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি অনলাইন ট্রাভেল এজেন্সি ‘ট্রিপলাভার’-এর গোড়াপত্তন করে ট্রাভেলারদের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে। যা বাংলাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ে বিশেষ ভূমিকা রাখতে পারবে।

ট্রিপলাভার নিজস্ব ওয়েব সাইটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকে। শুধুমাত্র ওয়েবসাইট নয় ট্রাভেল এজেন্সির সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সরাসরি নিজস্ব অফিসের মাধ্যমে এয়ারলাইন্স টিকিটসহ হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ সংগ্রহ করার সুবিধা রয়েছে। ভবিষ্যতে দেশের সকল জেলায় নিজস্ব অফিসের পরিকল্পনা রয়েছে, যেখানে ট্রাভেল এজেন্সিগুলো যোগাযোগ করে ট্রিপলাভার থেকে সেবা পেতে পারে।

ট্রাভেলাররা ট্রিপলাভারের ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্টসহ নিজের টিকিট নিজেই সংগ্রহ করার স্বাধীনতা পেয়ে থাকেন। করোনা মহামারিতে কিংবা সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে পছন্দ মতো তারিখ, গন্তব্য, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনা করে এয়ারলাইন্স, হোটেলসহ অন্যান্য সুবিধা পছন্দ করার সুযোগ রয়েছে। সকল সুবিধার মধ্যেই গ্রাহক ইমেইলের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেন যেকোনো সময়। গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা থাকছে ট্রিপলাভারের সকল সেবা।


গ্রাহকের পছন্দমতো যেকোনো এয়ারলাইন্স, আসন, হোটেল, রুম পেতে ট্রিপলাভারে জানালেই হবে। ট্রিপলাভারে ওয়েব সাইটে একই সাথে এভেইলেবল সব এয়ারলাইন্সের ভাড়াসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে। ফলে টিকিট সংগ্রহের ব্যাপারে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন ট্রাভেলাররা।

ট্রিপলাভার থেকে সেবা নেয়ার জন্য যেকোনো ধরনের ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পে, ডিবিবিএল নেক্সাস, সিটি টাচ-এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট দেয়ার সুযোগ রয়েছে। মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ব্যবহার করেও সহজে পেমেন্ট দেয়া সম্ভব।

ট্রিপলাভারের মাধ্যমে সেবা পেতে যেকোনো তথ্য জানতে ০১৭৩০ ৭৮৫৬৮৫, ০৯৬১৩৩৪৫৩৪৫ অথবা www.triplover.com ওয়েবসাইটে যোগাযোগের অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

হিমাচলের আকর্ষণীয় ১০ পর্যটন কেন্দ্র

মেঘের মেলা নাকি ভেলা !

পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজারে সিসিটিভি ক্যামেরা

সাজেকে ফিরছে পর্যটকরা

গুহাতে ৫০০ দিন

সৌন্দর্যের জাদু যাদুকাটা নদীতে

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ