সব

অন্যরকম বাংলাদেশকে চিনলো বিশ্ব

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৭:১৮


শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান উৎসব। এ আয়োজনের দ্বিতীয় দিনে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়াম নূর’।

তার আগে এদিন বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে উৎসবের লালগালিচায় অফিসিয়ালি পা রাখে বাংলাদেশ। সেখানে পালে দো ফেস্টিভাল ভবন থেকে কথা বলেন সিনেমার অভিনেত্রী বাঁধান। তার সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ’সহ মোট ৮ জনের দল।

বেলা সোয়া তিনটায় শুরু হয় সিনেমাটির প্রথম প্রিমিয়ার। তার আগে থেকেই সিনেমাটি দেখার জন্য দীর্ঘ লাইন দিয়ে প্রবেশ করেন শত শত দর্শক। প্রিমিয়ার শুরুর আগে দলের অন্য সদস্যদের নিয়ে মঞ্চে উঠেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। এতোদিন ধরে আড়ালে থাকলেও ঐতিহাসিক এই মূহুর্তে ঠিকই সামনে এসেছেন তিনি। জানিয়েছেন সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি।

সাদ-বাঁধন ছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এবারই প্রথম কোনও সিনেমা কান উৎসবে অফিসিয়াল সিলেকসনের আঁ সার্তে রিগায় স্থান পেয়েছে। যার চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই।

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ।

ছাড়পত্র পেল বঙ্গবন্ধুর বায়োপিক

২০২২ সালের সেরা  ইউরোপিয়ান হরর-থ্রিলার সিনেমা পর্ব -1 

একজন দিলদার ও বাংলার চলচ্চিত্র

রেহানার দল কানে কী অর্জন করল

কানে বাঁধনদের দুর্লভ অর্জন

রিকশা গার্ল!

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ