অন্যরকম বাংলাদেশকে চিনলো বিশ্ব
তার আগে এদিন বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে উৎসবের লালগালিচায় অফিসিয়ালি পা রাখে বাংলাদেশ। সেখানে পালে দো ফেস্টিভাল ভবন থেকে কথা বলেন সিনেমার অভিনেত্রী বাঁধান। তার সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ’সহ মোট ৮ জনের দল।