সব

কান চলচ্চিত্র উৎসব

অন্যরকম বাংলাদেশকে চিনলো বিশ্ব

তার আগে এদিন বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে উৎসবের লালগালিচায় অফিসিয়ালি পা রাখে বাংলাদেশ। সেখানে পালে দো ফেস্টিভাল ভবন থেকে কথা বলেন সিনেমার অভিনেত্রী বাঁধান। তার সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ’সহ মোট ৮ জনের দল।

রেহানার দল কানে কী অর্জন করল

ধারণা করা হয়েছিল কান থেকে 'রেহানা মরিয়ম নূর' অন্তত একটি পুরস্কার নিয়ে দেশে ফিরবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। ফিরতে হচ্ছে পুরস্কার ছাড়াই। তবে 'রেহানা মরিয়ম নূর' টিম যে সাফল্য নিয়ে দেশে ফিরছে তা ভাবলেই মাথা উচু হয়।

কানে বাঁধনদের দুর্লভ অর্জন

আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত‘রেহানা মরিয়ম নূর’ছবিটি ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে।