সব

রিকশা গার্ল!

আপডেট : ০৬ জুন ২০২১, ০৫:৩০

‘আয়নাবাজি’তে বাজিমাত করে অমিতাভ রেজার এবার দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। যা দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে। ২২ জুলাই থেকে ‍১ অগস্ট পর্যন্ত আয়োজিত এ উৎসবে ছবিটি প্রদর্শনের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নেবে, জানিয়েছেন অমিতাভ।

অমিতাভ প্রযোজককে কোট করে লেখেন, ‘ছবিটি ডারবান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা ও প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। তাদের এই স্বীকৃতির মাধ্যমে ছবিটি অস্কারে জমা দেওয়ার জন্য কোয়ালিফায়েড হলো।’

নাঈমা নামে এক কিশোরীর সংগ্রাম এতে উঠে এসেছে। রিকশার প্যাডেলে জীবনের ঘানি টানার এই গল্প তুলে ধরেছেন নভেরা রহমান। তিনি ছাড়াও অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে অভিনয় করেছেন।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ।তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার।

ইংরেজি ভাষায় নির্মিত এ ছবিটি এখনও মুক্তি পায়নি। এর আগে তিনি ছবির প্রযোজক এরিক জে অ্যাডামসকে উদ্ধৃত করে ফেইসবুকে এ নির্মাতা জানান, ছবিটি এখন অস্কারে জমা দেওয়া যাবে।

২০২২ সালের সেরা  ইউরোপিয়ান হরর-থ্রিলার সিনেমা পর্ব -1 

অন্যরকম বাংলাদেশকে চিনলো বিশ্ব

রেহানার দল কানে কী অর্জন করল

বাদশাহর ‘রানি’ জ্যুাকুলিন ফার্নান্দেজ

সুবর্ণজয়ন্তীতে প্রেক্ষাগৃহে জয়া!

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ