সব

বাদশাহর ‘রানি’ জ্যুাকুলিন ফার্নান্দেজ

আপডেট : ০১ জুন ২০২১, ১৪:৫৬

জ্যাকুলিন ফার্নান্দেজ- বলিউডে ভিত্তি গড়তে যাকে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী বলিউডে পা রাখতেই সাড়া পড়ে গিয়েছিল চারদিকে। চমৎকার ভঙ্গিমা আর কাজের প্রতি অনুরাগ ও নিয়মানুবর্তিতার কারণে মন জয় করেছেন সবার।

চলচ্চিত্রে তো বটেই, প্রশংসা কুড়িয়েছেন মিউজিক ভিডিওতেও। ২০২০ সালে ‘বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেঁন্দা ফুল’ নামের একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েই ঝড় তুলেন জ্যাকুলিন।

স্নেহা শেট্টি কোহলির পরিচালনায় এই গান মুক্তি পাওয়ার পরই ভাইরাল হয়ে গিয়েছে। ইউটিউবে ভিডিওটি ৫৫০ মিলিয়নের বেশি ভিউ হয়। কিন্তু বাংলা গানকে বিকৃতি করায় সমালোচনা উঠলেও সেই মুহুর্তে গানটি খুবই ভাইরাল হয়। এবার প্রায় এক বছর বাদে আবার তাদের একসঙ্গে দেখা যাবে।

‘গেন্দা ফুলে’র সাফল্যের পর আবার একসঙ্গে কাজ করছেন জ্যাকুলিন ও বাদশাহ। আসছে তাদের নতুন মিউজিক ভিডিও ‘পানি পানি’। গানটির কথা, সুর ও কণ্ঠ বাদশাহর। ভিডিওটির শুট হয়েছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে।

সম্প্রতি জ্যাকুলিন ফার্নান্দেজ এ গানের পোস্টার শেয়ার করেছেন সামাজিক পাতায়। সেই পোস্টে বাদশাহর মন্তব্য, ‘রানি ফিরছেন’। যুক্ত করেছেন রানির ইমোকনও। এরই মধ্যে এ সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুজনের ভক্তরা।

জ্যাকুলিনের হাতে এই মুহূর্তে ‘কিক টু’, ‘ভূত পুলিশ’, ‘সার্কাস’, ‘বচ্চন পান্ডে’, ‘রাম সেতু’র মতো ছবি আছে। জ্যাকুলিন করোনা সংক্রমণের শুরু থেকেই নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি সম্প্রতি ‘ইউ ওয়ানলি লিভ ওয়ানস’ (ওয়াইওএলও) নামের একটি সংস্থা গড়ে তুলেছেন।

২০২২ সালের সেরা  ইউরোপিয়ান হরর-থ্রিলার সিনেমা পর্ব -1 

বলিউড পর্দায় বাঁধনের অডিশন

কিয়ারার রূপে কী প্লাস্টিকের ছাপ?

এরপরও বলিউডকেই এগিয়ে রাখছেন দক্ষিণী তারকারা

গানেই রাতারাতি কোটিপতি

পর্দায় সৌরভ গাঙ্গুলি হবেন কে 

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ