বাদশাহর ‘রানি’ জ্যুাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন ফার্নান্দেজ- বলিউডে ভিত্তি গড়তে যাকে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী বলিউডে পা রাখতেই সাড়া পড়ে গিয়েছিল চারদিকে। চমৎকার ভঙ্গিমা আর কাজের প্রতি অনুরাগ ও নিয়মানুবর্তিতার কারণে মন জয় করেছেন সবার।