সব

স্মার্টযুগে স্মার্ট ক্লক

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০৬:১৬

স্মার্টফোনের জন্য ওয়্যারলেস চার্জিং সুবিধা নিয়ে বাজারে স্মার্ট ক্লক টু নিয়ে এসেছে চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। স্মার্টওয়াচটি চার্জারে বসানো হলে একটি লাইট জ্বলে ওঠে। প্রতিষ্ঠানটির দাবি স্মার্টওয়াচটি পুনর্ব্যবহারযোগ্য নরম ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয়েছে।

লেনোভো স্মার্ট ক্লক টুতে ৪ ইঞ্চি অ্যাঙ্গেলড টাচস্ক্রিন ডিসপ্লে প্রদান করা হয়েছে। যেখানে সময়ের পাশাপাশি, আবহাওয়া, গুগল ফটোজের কিছু ছবির স্লাইডশোও দেখা যায়। ঘড়ির বাহ্যিক অংশ পুনর্ব্যবহারযোগ্য নরম ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে। এ স্মার্টওয়াচে ৩ ওয়াটের একটি স্পিকার রয়েছে। যেটির ভলিউম নিয়ন্ত্রণের জন্য উপরের দিকে দুটি বাটন দেয়া হয়েছে। ওয়াচের নিচের দিকে একটি পাওয়ার জ্যাক এবং মাইক্রোফোন মিউট সুইচ রয়েছে।

ব্যবহারকারীরা চাইলে ১০ ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং ডক কিনে নিতে পারবেন, যেটিতে ইউএসবি টাইপ এ পোর্ট রয়েছে। পোগো পিনের মাধ্যমে ডকে ওয়াচটি যুক্ত হয়। এ স্মার্টওয়াচটি নাইট লাইট, স্টেরিও রেডিও, চার্জিং প্যাডের পাশাপাশি গুগল অ্যাসিস্ট্যান্টের সহায়তায় বেডসাইড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে।


স্মার্টওয়াচটিতে মিডিয়াটেক এমটি৮১৬৭এস প্রসেসরের সঙ্গে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ প্রদান করা হয়েছে। লেনোভো স্মার্টওয়াচের অন্যান্য মডেলের তুলনায় এটি আকৃতিতে বড়। ওয়্যারলেস চার্জিং ডক ছাড়া এর ওজোন ২৯৮ গ্রাম। কানেক্টিভিটির দিক থেকে লেনোভো স্মার্টওয়াচ টু-তে ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন, ২ দশমিক ৪ গিগাহার্টজ এবং ব্লুটুথ ভার্সন ৪.২ রয়েছে। এতে লাইট সেন্সর ও এক্সিলারোমিটারও রয়েছে। বাজারে অ্যাবিইস ব্লু, হিথার গ্রে এবং শ্যাডো ব্ল্যাক—এ তিন রঙে স্মার্টওয়াচটি পাওয়া যাবে। এর বাজারমূল্য ৮ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে।

মোবাইল ডাটার মেয়াদ সর্বনিম্ন সাত দিন

পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

কোন কোন ভুয়া অ্যাপ থেকে সতর্কতা 

সেলেক্সট্রায় অ্যামেজফিট স্মার্ট ওয়াচ

স্মার্টফোনেই পাওয়ার ব্যাংক

অ্যাপল ওয়াচ পেতে আরও অপেক্ষা

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ