সব

স্মার্টফোনেই পাওয়ার ব্যাংক

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১২:৫৫


পকেটে স্মার্টফোনের পাশাপাশি পাওয়ার ব্যাংক রাখার ঝামেলায় যেতে চান না অনেকেই। কেমন হয় যদি আপনার ব্যবহূত স্মার্টফোনটাই একটা পাওয়ার ব্যাংক হয়? এমনই একটি স্মার্টফোন ভিভো ওয়াই২১ নিয়ে এসেছে ভিভো। এই স্মার্টফোনটি নিজেই একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে। অ্যান্ড্রয়েড ১১ নির্ভর ফানটাচ ১১ চালিত ডিভাইসটিতে রয়েছে ৬.৫১ ইঞ্চি পর্দা, ১৩ এমপি প্রধান ক্যামেরার সঙ্গে ২ এমপি ক্যামেরা; সামনে ৮ এমপি ক্যামেরা। এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তিসমৃদ্ধ ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ, মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। শুধু তাই নয়, এর মাধ্যমে অন্য যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোনও চার্জ দেওয়া যাবে। অথরাইজড আউটলেটের পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্ম জিঅ্যান্ডজি, পিকাবু.কম এবং অথবা.কম-এ পাওয়া যাবে।

স্মার্টফোনই যখন পাওয়ার ব্যাংক

ভিভো ওয়াই২১ স্মার্টফোনটি নিজেই পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে। অর্থাৎ স্মার্টফোনটি থেকে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ভিভো ওয়াই২১-এর সঙ্গে শুধু একটি ওটিজি রিভার্স চার্জিং কেবল যোগ করে সহজেই এ সুবিধা নেওয়া যাবে। বর্তমানে যদিও আরও কয়েকটি স্মার্টফোনে এই প্রযুক্তিটি রয়েছে; তবে তুলনামূলক কম দামে সর্বোচ্চ শক্তিশালী ও দীর্ঘস্থায়ী পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে।

ভি-ই-জি প্রযুক্তি

ভিভো এনার্জি গার্ডিয়ান (ভি-ই-জি) ভিভোর নিজস্ব একটি অ্যালগরিদম। স্মার্টফোনের চার্জ শতভাগ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ করে দেয় এই প্রযুক্তি। পাশাপাশি স্মার্টফোনের ব্যাটারি গরম হওয়া থেকে রক্ষা করে ব্যাটারির সক্ষমতা বাড়ায় ভি-ই-জি। ভিভোর এক্স সিরিজের সুপার ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে এই প্রযুক্তি সাধারণত ব্যবহার করা হয়। তবে প্রথমবারের মতো ভিভো'র বাজেট স্মার্টফোন ওয়াই২১'তে যুক্ত হয়েছে প্রযুক্তিটি।

মাল্টি টারবো দেবে বাড়তি পারফরম্যান্স

ভিভো ওয়াই২১-এর পারফরম্যান্সকে দুর্দান্ত করেছে এর মাল্টি টারবো ফিচার। ডিভাইসটিতে রয়েছে সেন্টার টারবো, কুলিং টারবো, এআই টারবো, নেট টারবো, গেম টারবো এবং আর্ট++ টারবো ফিচার। স্মার্টফোনে গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করবে ফোনের আলট্রা গেম মোড। ফোনটিতে লাইভ গেমিং রেকর্ডও করা যাবে। ফোনটির ৪ডি ভাইব্রেশন মোটর গেমারদের রিয়েল লাইফ গেমিংয়ের অভিজ্ঞতা দেবে। স্মার্টফোনটিতে শতভাগ চার্জ নিয়ে অনলাইনে গেম খেললে টানা ১০ ঘণ্টা গেম খেলা যাবে। ভিডিও দেখা যাবে টানা সাড়ে ১৫ ঘণ্টা।

এতে রয়েছে এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তি। স্মার্টফোনটির র‌্যাম ৪ জিবি এবং রম ৬৪ জিবি। ৪জিবি র‌্যামকে আরও ১ জিবি পর্যন্ত ভার্চুয়ালি এক্সটেন্ড করা যাবে। ভিভো ওয়াই২১-এ ১ টেরাবাইটের মাইক্রো এসডি কার্ড পর্যন্ত ব্যবহার করা যাবে। ফোনটির ফেস আনলক প্রযুক্তি মাস্ক পরে থাকলেও ব্যবহারকারীকে আইডেন্টিফাই করে নিতে সক্ষম! স্মার্টফোনটি পরিচালিত হচ্ছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরে।

ক্যামেরা

ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ এবং ২ এমপি ক্যামেরা; সামনে ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। বিশেষ ফেস ডিটেকশন অটোফোকাস ক্যামেরা প্রযুক্তি। প্রযুক্তিটি বিষয়বস্তুকে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করে ছবি ধারণ করে এবং ডিফোকাস হয়ে যাওয়া থেকে বাঁচায়।

স্লিম ডিজাইন

বাজেট স্মার্টফোনগুলোর মধ্যে তুলনামূলক সবচেয়ে স্লিম স্মার্টফোন ভিভো ওয়াই২১। স্মার্টফোনটির স্লিমনেস মাত্র ৮ মিলিমিটার। এর ডিসপ্লে সাইজ ৬ দশমিক ৫১ ইঞ্চি, এসপেক্ট রেশিও ২০:৯; যা স্মার্টফোনটির ব্যবহারকারীদের সিনেম্যাটিক ভিউ উপহার দিতে সক্ষম। ২.৫ডি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন ব্যবহার হয়েছে ওয়াই২১ স্মার্টফোনে; এ ছাড়া বডিতে এন্টি গ্লেয়ার ফ্রস্টেড ফিনিশ ব্যবহার করা হয়েছে।

মোবাইল ডাটার মেয়াদ সর্বনিম্ন সাত দিন

পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

কোন কোন ভুয়া অ্যাপ থেকে সতর্কতা 

নজরকাড়া রিয়েলমি বুক স্লিম পারফরম্যান্সেও উচ্চসম্পন্ন

পিক্সেল ৫ আনছে গুগল

শাওমির ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ড

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ