কেমন একটা সুবাতাস বইছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রাঙ্গনে জোয়ার এসেছে, বাতাসে ঘ্রাণের আলিঙ্গন। এই জোয়ার বইপোকাদের জোয়ার। নতুন বইয়ের রেণু যেন ঘুরে বেড়াচ্ছে বাতাসে। আর বইপোকারা খোঁজ নিতে শুরু করেছে তাদের আহার। কী কী নতুন বই এসেছে এবারের...