সব

ছাড়ে বই কিনুন রকমারি থেকে

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১২:১৯

নতুন বইয়ে নতুন ছাড়! সেই প্রিয় লেখকের নতুন ভাবনা। কোনোভাবেই হাতছাড়া হবে না এই আনন্দ। বইপ্রেমীরা যে কোনো জায়গা থেকে নিজের পছন্দের বইকে একদম কম খরচে হাতের কাছে পেয়ে যাবেন।

বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম রকমারিতে বইয়ের পসরা সাজিয়ে চলছে বিশেষ ছাড়। কম দামে ঘরে বসেই নতুন বইগুলোকে পাচ্ছেন আপনি। থাকছে না প্রকাশনীতে ঘুরে ঘুরে খানিকটা করে বই পড়ে কেনার ঝামেলা। নেই কোনো তাড়াও। রকমারিতে যতক্ষণ খুশি সময় নিয়ে সব প্রকাশনীর বই দেখে খঁু জে নিতে পারেন আপনার প্রিয় বইয়ের তালিকাও।

রকমারিতে প্রি অর্ডারের বইগুলোতে চলছে ২৫% ছাড়। অতিরিক্ত ছাড়ের বই ক্যাটাগরি থেকে বেছে নিতে পারেন ২৫-৭১% ছাড়ে পছন্দের বই। এছাড়াও এবারের বইমেলায় প্রকাশিত বইয়ে রয়েছে ২০টাকায় ডেলিভারি চার্জ।

প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত গ্রাহকসেবার জন্য খোলা থাকছে রকমারির দরজা। ফোন কিংবা অনলাইন অর্ডার- দুটোর যেকোন একটিই আপনার চাহিদাটি রকমারির কাছে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, রকমারিতে আপনি পাবেন অন্য গ্রাহকদের করা বইয়ের তালিকা দেখে নেওয়ার সুযোগ। এতে করে আপনি কোন বইটি কিনবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে সহজ হবে আরো। প্রাথমিকভাবে কোন মূল্য পরিশোধ না করলেও চলবে। এছাড়া রকেট, বিকাশসহ আছে মূল্য পরিশোধের আর অনেক উপায়। বিস্তারিত জানতে হলে সেটাও সম্ভব। কেবল ফোন করতে হবে ১৬২৯৭ নম্বরে। রকমারি থেকে বই নেওয়ার ক্ষেত্রে অনলাইনে www.rokomari.com এ নিজের অ্যাকাউন্ট থেকে অর্ডার করলে শিপিং চার্জ পড়বে ৩০ টাকা। আর ফোন অর্ডারে ৫০ টাকা। অনলাইনে কিনলে অবশ্য আপনি কতগুলো বই কিনলেন সেই হিসেবটা রাখতে সুবিধা হবে আপনারই।

বইমেলার বইয়ে যত ছাড়!

ইভ্যালি ও চমক!

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ