কেমন একটা সুবাতাস বইছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রাঙ্গনে জোয়ার এসেছে, বাতাসে ঘ্রাণের আলিঙ্গন। এই জোয়ার বইপোকাদের জোয়ার। নতুন বইয়ের রেণু যেন ঘুরে বেড়াচ্ছে বাতাসে। আর বইপোকারা খোঁজ নিতে শুরু করেছে তাদের আহার। কী কী নতুন বই এসেছে এবারের বইমেলায়। প্রিয় লেখকদের বইগুলোই বা কেমন!
করোনা মহামারির মধ্যে এবারের বইমেলা শুরু হতে দেরি হলেও উৎসব আমেজটা ঠিক আগেরমতোই। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান সেজেছে নানা স্টলে এবং অনলাইন পোর্টালগুলোও বই পড়ুয়াদের জন্য নিয়ে এসেছে নানা ছাড়, রয়েছে প্রকাশিতব্য বইয়ের প্রি অর্ডারসহ নতুন বই বিক্রির নানা প্রস্তুতি।
এদিকে, বইমেলায় ক্রেতারা বিকাশে পেমেন্ট করলে ১৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এই অফারের আওতায় মেলা চলাকালে একজন ক্রেতা সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।
গত ছয় বছর ধরে বইমেলায় ক্যাশব্যাক অফার দিয়ে আসছে বিকাশ। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই অফার চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
বইমেলার অধিকাংশ স্টলেই বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ পেমেন্ট করে তাৎক্ষণিক ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।
এছাড়া যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই, তাদের অফার নেওয়ার সুবিধা দিতে বইমেলা প্রাঙ্গণে বিকাশের বুথও বসানো হয়েছে।ফলে জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্ট খুলে বই কেনায় ক্যাশব্যাক অফার গ্রহণ করতে পারছেন গ্রাহকরা। গ্রাহকদের সুবিধায় মেলা প্রাঙ্গনে রয়েছে ক্যাশইন, ক্যাশআউটের ব্যবস্থাও।
মেলায় আসা দর্শনার্থী ও বিকাশের যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ১৫ হাজার বই বিতরণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।প্রতি সপ্তাহে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেলা প্রাঙ্গনে এসব বই তুলে দেওয়া হবে। মেলা শেষে সংগৃহিত বাকি বই দেশের বিভিন্ন লাইব্রেরিতে বিতরণ করা হবে।
বইমেলায় বিনামূল্যে নিরাপদ পানি ও চা-কফির ব্যবস্থা করেছে বিকাশ। এছাড়া যারা হেঁটে মেলায় ঘুরতে পারবেন না, তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও করেছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানটি।
এছাড়াও এই করোনা মহামারিতে আপনি যদি বইমেলায় স্বাচ্ছন্দ্যবোধ না করেন তবে অনলাইনে রকমারি ডট কম থেকেও অর্ডার করতে পারেন সব ধরনের বই। সময় নিয়ে কিছুটা অংশ পড়েও বেছে নিতে পারেন আপনার প্রিয় বইকে। রকমারি থেকে কিনলেও বিকাশ পেমেন্টে পা্চ্ছেন একই রকম ছাড়। এছাড়াও ৫০০ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারির সুবিধা। আপনি যেমন বই অর্ডার করেন না কেন, সব বইয়ে থাকছে ২৫ শতাংশ ছাড়।