তাক লাগিয়ে দেয়ার মতো পারফরম্যান্স ইভ্যালির। ই-কমার্স ময়দানে বেচা-কেনার ঝড় তুলেছে দেশীয় এই প্রতিষ্ঠানটি। মাত্র দুই বছরের মধ্যে অনলাই প্লাটফর্মে নিজেদের মজবুত করার অন্যতম কারিগর এই প্রতিষ্ঠান। ইতোমধ্যে দ্রুত বর্ধনশীল কোম্পানি হিসেবে এশিয়ান ওয়ানের অ্যাওয়ার্ড জয় করেছে।
অকল্পনীয় অফারে গ্রাহকদের মুঠোবন্দি করার মন্ত্র হাতে পেয়েছে ইভ্যালি। আর কাস্টমাররাও যেন পেয়েছে আলাদিনের চেরাগের সন্ধান। ক্যাশব্যাক, সাইক্লোন, ডিসকাউন্ট, ঠান্ডারস্টর্ম, গিফট কার্ড ইত্যাদি বিভিন্ন অফার গ্রাহকদের চুম্বকের মতো আকর্ষণ করেছে এই প্লাটফর্মটি। সাথে গ্রাহকদের বিশ্বাসের আস্থাও দিয়েছে শতভাগ।
শুরু থেকেই এখন পর্যন্ত ক্রেতাদের কথা মাথায় রেখে প্রায়শই বিভিন্ন অফার দিয়ে মাতিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি। অফারের নামেও যেমন রয়েছে ভিন্নতা তেমনি অফারেও রয়েছে অবিশ্বাস্য রকম ছাড়! এমনই এক অফারের নাম গিফট কার্ড। যা কিনা একধরনের ভার্চুয়াল কার্ড।
মূলত কোনো অনুষ্ঠানে কিংবা বন্ধু-বান্ধব, পরিবার- আত্মীয় স্বজনদের গিফট করার আইডিয়া থেকেই এটি করা হয়েছে। আবার এই ভার্চুয়াল কার্ডটি সরাসরি আপনি নিজের অ্যাকাউন্টের জন্য কিনতে পারবেন না। এটি অন্যকে গিফট দিতে হবে। অর্থাৎ আপনি ব্যতীত অন্য কাউকে গিফট করতে হবে এটি।
গিফট কার্ডের ভ্যালু ক্রয়ের মূল্যের তুলনায় ৩০-৫০% বেশি থাকে এবং নির্দিষ্ট সময়ের পর এটি ব্যবহারে কেনাকাটার সুযোগ থাকে। এই অফার সবসময় থাকে না এবং ডিসকাউন্ট পরিমাণটিও সবসময় এক থাকে না। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ডিসকাউন্ট থাকে।
ইভ্যালির এই গিফট কার্ড যেকোনো রেগুলার শপে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে কেনাকাটাায় ক্যাশব্যাকের কোনো ঝামেলায় পড়তে হবে না। আর সবচেয়ে বড় সুবিধা হলো নির্দিষ্ট সাইক্লোন অফারের পণ্য কেনা যায়। যাতে আপনি ডাবল ডিসকাউন্ট পাবেন। তবে এই কার্ড ব্যবহারের সময়সীমা পরবর্তী ১২ মাস পর্যন্ত।
এখন পর্যন্ত ৫ ধরনের গিফট কার্ড দিয়েছে ইভ্যালি। যেগুলেো- রেগুলার, এক্সপ্রেস, কার গিফট কার্ড, বাইক গিফট কার্ড, শপভিত্তিক গিফট কার্ড নামে জনপ্রিয়। আর এই ধরনের কার্ড কেনা যাবে শুধুমাত্র নতুন পেমেন্ট ব্যবহার করে। সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে ইভ্যালি বিকাশ মার্চেন্ট নাম্বার, পেমেন্ট গেটওয়ে কিংবা ব্যাংক চেক ডিপোজিটের মাধ্যামে।