সব

গিফট কার্ডে ভালোবাসার ছোঁয়া!

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০২:১০

দূরে কিংবা কাছে ভালবাসা বেঁচে থাকুক উপহারে। সম্পর্কের পূর্ণতায় আসুক জৌলুস। প্রিয় মানুষের হাতে পছন্দের উপহার তুলে দিয়ে প্রশান্তির গালিচা হোক বন্ধনে। ইদানিং বন্ধু কিংবা আত্মীয়স্বজন কিংবা নিজের বউ বা প্রিয় মানুষকে আপনি যখন তখন উপহার দিতে পারেন গিফট কার্ডের মাধ্যমে। আর এ জন্যই বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ড ইভেন্ট চালু করেছে বিভিন্ন ধরনের গিফট কার্ড। এমনকি বিভিন্ন অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে ডিজিটাল গিফট।

ম্যারিজে গিফট কার্ড

বন্ধু কিংবা আত্মীয় স্বজনের বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পেলে উপহার তো নিতেই হয়। কী গিফট বা কেমন গিফট দেয়া হবে তা নিয়ে রয়েছে নানা চিন্তাভাবনা। তার ওপর দৈনন্দিন কাজের ফাঁকে সময় বের করে নিয়ে উপহার কিনতে যাওয়াটাও এখন ঝামেলার ব্যাপার। বিভিন্ন শপিংমল ঘুরেও অনেক সময় গিফট কিনতে হিমশিম খেতে হয়। সাথে র‍্যাপিং, প্যাকেজিং কিংবা বহনেরও ব্যাপারতো রয়েছেই। দেখা যায় ২ হাজার টাকা গিফটের জন্য এক হাজার টাকা খরচ এভাবেই হয়ে যায়। গিফটকার্ডের সহায়তায় এসব ঝামেলা সহজেই এড়াতে পারেন।

ঈদে কিংবা পূজায় গিফট কার্ড

ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দ আরও বেড়ে যায় প্রিয়জনকে উপহার দেয়ায়। সেই সাথে ঈদ সেলামির তো ব্যাপার আছেই। গিফট কার্ডে আপনি সহজেই প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারেন। দুর্গাপূজা কিংবা কালীপূজা, সরস্বতী পূজা কিংবা রাখি বন্ধনেও গিফট কার্ড পাঠাতে পারেন প্রিয়জনের কাছে।

পহেলা বৈশাখে গিফট কার্ড

বছরঘুরে বাঙালির দরজায় কড়া নাড়ে বৈশাখ মাস। উৎসবের আনন্দে মেতে উঠে পুরো দেশ, বর্ণিল সাজে বিভিন্ন শপিংমল নানা পসরাও সাজায়। পহেলা বৈশাখে বাবার পাঞ্জাবি, মায়ের জন্য লাল শাড়ি, প্রেয়সীর লাল-সাদা চুড়ি উপহারতো দিতেই হয়। কিন্তু ব্যস্ততার টান পিছু ছাড়ে না। তাই গিফট কার্ডে সহজেই পৌঁছাতে পারেন উপহার সামগ্রী।

বিদেশ থেকে গিফট

প্রিয়জনকে দেশের বাইরে থেকে গিফট পাঠানো কী খুবই সহজ! কুরিয়ার ফি, কাস্টমস চার্জসহ আছে নানা ঝামেলা, গিফট নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। কিন্তু গিফট কার্ড থাকতে চিন্তা কীসের?

ইভ্যালি ও চমক!

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ