গুরু নাকি নগর বাউল, একেক ভক্ত অনুরাগীদের কাছে একেকভাবে তিনি হৃদয়ে। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যিনি জেমস নামেই অধিক পরিচিত। সেই গুরুর হাতেই স্টেজে আবার উঠছে গিটার, সুর মূর্ছনায় ভাসবে ভক্ত শ্রোতারা। শোনা যাবে গুরু ঘর বানাইলি কী দিয়া, দুখিনী দুঃখ...