সব

টাইগারদের ঐতিহাসিক জয় বঙ্গবন্ধুকে উৎসর্গ

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৬:১০


এই শোকাবহ আগস্টে দারুণ এক অর্জনের মধ্য দিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহ্যের সিরিজ জয়। প্রথমবারের মতো অজিদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিদের রীতিমতো ব্যবধানে উড়িয়ে দিয়েছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচের পর আজ (সোমবার) বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ পুরো দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারকে সিরিজ জয় উৎসর্গ করলেন।

রিয়াদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মধ্যে এই সিরিজ জয় আমরা বঙ্গবন্ধুকে ও বঙ্গবন্ধুর পরিবারকে উৎসর্গ করছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিয়ে রিয়াদ বলেন, ‘কী ভাবছি তা প্রকাশ করা কঠিন। তবে আমি দলের প্রত্যেকের জন্য খুবই খুশি। টিম ম্যানেজমেন্ট অনেক সাহায্য করেছে। ছেলেরা জয়ের ক্ষুধা দেখিয়েছে। তাদের চরিত্র ফুটে উঠেছে। আমরা আমাদের পরিকল্পনাগুলো ভালোভাবে প্রয়োগ করতে পেরেছি। এখানে ব্যাটসম্যানদের রান করা কঠিন ছিল। কিন্তু আমরা ভালো কিছু করতে পেরেছি।’

সঙ্গে যোগ করেন তিনি, ‘আমরা সবসময় মনে করি নিজেদের কন্ডিশনে আমরা ভালো দল। আমরা কাউকেই ছাড় দেবো না। যেই খেলতে আসুক না কেন, আমরা সবার জন্যই চ্যালেঞ্জিং দল। ঘরের মাঠে আমরা প্রতিটা সিরিজ জিততে চাই। প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। আমাদের সেই জেতার ক্ষুধা থাকতে হবে।’

টাইগারদের জয়কে ফের অপমান

রেকর্ড জয় টাইগারদের

টাইগারদের দাপুটে সিরিজ জয়

বিশ্বকাপে জায়গা পেতে লড়তে হবে টাইগারদের

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ