সব

টাইগারদের জয়কে ফের অপমান

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০১:৪২


অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়। তাও আবার প্রতিপক্ষকে ১২৫ রানের কমে বেঁধে রেখে, যা টি-টোয়েন্টির বিচারে কম কিছু নয়। এরপরও বাংলাদেশের এই জয়কে খাটো করা হলো। ভারতীয় সংবাদ মাধ্যমে এই জয় দেখা হলো ‘অঘটন’ হিসেবে!

ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের জয়কে খাটো করার রীতি অবশ্য নতুন কিছু নয়। এর আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টি জয়ের পরও কলকাতার শীর্ষ পত্রিকা আনন্দবাজার লিখেছিল, ‘দু’বার আউট ছিলেন মুশফিকুর, ডিআরএস আর পান্তের ভুলেই কি হারতে হল ভারতকে?’

তার আরও একটা নমুনা দেখা গেল এবার। সেই আনন্দবাজারই এবার লিখেছে, ‘ফের অঘটন, দ্বিতীয় টি২০ ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’। অথচ দুটো ম্যাচেই বাংলাদেশ জিতেছে শ্রেয়তর দল হিসেবে, প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই।

প্রথম ম্যাচের কথাই ভাবুন। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। সে ম্যাচের শেষ ওভারে যখন বোলিংয়ে এলেন মুস্তাফিজুর রহমান, তখন ম্যাচটা কার্যত ম্যাচটা শেষ হয়ে গেছে অজিদের। মুস্তাফিজ তখন আক্রমণে এসেছিলেন নেহায়েতই বিশ ওভারের কোটা পূরণ করতে।

এরপর দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ সুযোগ দেয়নি অস্ট্রেলিয়াকে। শুরুতে ব্যাট করে প্রতিপক্ষ একটা বড় সময় বড় সংগ্রহের আশা দেখলেও শেষে মুস্তাফিজ জাদুতে দলটা পেরোতে পারেনি ১২০ এর ঘরও। সে লক্ষ্য তাড়া করতে গিয়ে বিপদে পড়লেও ষষ্ঠ উইকেটে আফিফ হোসেন ও নুরুল হাসানের ঠাণ্ডা মাথায় খেলা অর্ধশত রানের জুটি আট বল বাকি থাকতেই অনায়াস এক জয় এনে দেয় বাংলাদেশকে।

যে ঢংয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ দল, তা কেবল বড় দলের বিপক্ষে শক্তিসামর্থ্যে তুলনামূলক খর্বশক্তির দলের ম্যাচেই দেখা চলে। সেখানে অস্ট্রেলিয়া তো রীতিমতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দলের একটি, সেই দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয়। সেই জয়কেই এবার খাটো করে উপস্থাপন করল আনন্দবাজার। দেখাল ‘অঘটন’ হিসেবে!

কোন দল কত টাকা পেলো

আহমেদাবাদের পিচ নিয়ে হ্যাজলউড

ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন ওয়ার্কলোডের ভিত্তিতে

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে প্রস্তুত টাইগাররা

রেকর্ডঝুড়িতে আরেকটি অধ্যায় সাকিবের

প্রিয় মেসিকে নিয়ে সাকিবের ভাবনা

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ