সব

ফের স্টেজে জেমস

অনলাইন

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১২:৫২

গুরু নাকি নগর বাউল, একেক ভক্ত অনুরাগীদের কাছে একেকভাবে তিনি হৃদয়ে। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যিনি জেমস নামেই অধিক পরিচিত। সেই গুরুর হাতেই স্টেজে আবার উঠছে গিটার, সুর মূর্ছনায় ভাসবে ভক্ত শ্রোতারা। শোনা যাবে গুরু ঘর বানাইলি কী দিয়া, দুখিনী দুঃখ করোনা, পাগলা হাওয়ার মতো বেশকিছু কালজয়ী গান।

দীর্ঘ একবছর পর কনসার্টে ফিরছেন নগরবাউল জেমস। এই মার্চ থেকে বেশকিছু কনসার্ট করবেন এই রকস্টার। দেশে করোনা প্রাদর্ভাবের আগে গত বছরের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে শেষবারের মতো দর্শকদের মাতিয়েছিলেন এই গান জাদুকর।

এদিকে ক্লাসরুম এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ড নগর বাউল জেমসের অংশগ্রহণের খবরে শোবিজ অঙ্গন মুখরিত। এদিকে নগরবাউল জেমস ছাড়াও স্টেজ মাতাবেন ডিজে রাহাত, বাপ কা বেটা শুভাশিষ- ঋতুরাজসহ ব্যাচের কণ্ঠশিল্পীরা।

করোনা মহামারিতে এক বছর কনসার্ট বন্ধ ছিলো। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ব্যান্ড তারকারা কনসার্টে ফিরছেন। আর করোনায় থমকে থাকা জনজীবন যেন এখন হাঁপিয়ে উঠেছে, মনে প্রশান্তি ফেরাতে তরুণ-তরুণীরাও গানে গানে নিজেদের মাতাতে প্রহর গুনছে।

যদিও এবছর অদৃশ্য বস্তু করোনার কারণে জয় বাংলা কনসার্ট সরাসরি মঞ্চে না হলেও ব্যান্ড দল ও শিল্পীরা তাদের সেরা সুর ও গানের পসরা সাজিয়ে বসেছিলেন অনলাইনে। কোনো মঞ্চ বা ক্যারাভানে নয়, আসর বসেছিল মোবাইল, কম্পিউটারও ল্যাপটপে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ২০১৫ সাল থেকে ইয়ং বাংলা প্রতিবছর জয় বাংলা কনসার্টের আয়োজন করে চলেছে। এবার উন্মুক্ত স্থানে আসর না বসলেও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেনশন (সিআরআই) ইয়ং বাংলা-এর অফিসিয়াল ফেসবুক পেজে জমেছিলো ব্যান্ড সদস্যদের গান ও কনসার্ট। শূন্য, ক্রিপটিক ফেইট, লালন, চিরকুট, ওয়ারফেজ, আর্টসেল ও পাওয়ার সার্জের সদস্যরা আয়োজনকে প্রাণবন্ত করে। তবে, এবারের আয়োজন অনলাইনে হলেও ২০২২ সালে বড় পরিসরে করার ইচ্ছা সদস্যদের।

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ