সব

কারা আপনার রিকোয়েস্ট ঝুলিয়ে রেখেছে জেনে নিন  

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৫০

 

প্রয়োজনে কিংবা ভালোলাগা থেকে কাউকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। দীর্ঘদিনেও একসেপ্ট করেনি আপনার রিকোয়েস্ট। রিকোয়েস্ট পাঠানোর তালিকা বড় হতে থাকে। কিন্তু আপনি হয়তো ভুলেই গেছেন যে, আপনি কতজনকে রিকোয়েস্ট পাঠিয়ে ছিলেন!

এই রিকোয়েস্টের তালিকা দেখার সুবিধা রয়েছে ফেসবুকে। আপনি এখন পর্যন্ত কতজনকে রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং কতজন আপনার রিকোয়েস্ট একসেপ্ট করেনি তার তালিকা দেখতে পারবেন। চাইলে পাঠানো রিকোয়েস্ট বাতিল করতে পারবেন সেখান থেকেই।

কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলিয়ে রাখলে কয়েকদিন পরই তা বাতিল করা বুদ্ধিমানের কাজ। আজ আপনাকে জানাবো পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করার উপায় -

১. প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে Friends-এ ক্লিক করুন। 


২. এবার ডানপাশ থেকে Friend Request-এ ক্লিক করুন। এখানে আপনি যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেননি তাদের প্রোফাইল দেখতে পারবেন। এখান থেকে জেনে নিতে পারেন গোপনে কে আসে আপনার ফেসবুক প্রোফাইলে।


৩. এখানে বামদিকের Friend Request-এ ক্লিক করুন। একদম উপরেই View Sent Request ট্যাব দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই কে কে আপনার রিকোয়েস্ট একসেপ্ট করেনি তার তালিকা দেখতে পারবেন।

 

এছাড়া এখানে ক্লিক করে সহজেই তালিকাটি দেখতে পারবেন।

স্মার্টফোন থেকে যেভাবে এই কাজ করবেন তা দেখে নিন ছবিতে।

ইনস্টাগ্রামে ব্লু টিক পাবার উপায়

ফেসবুকে অডিও ভিডিও ফিচার

ফেসবুকে ব্যবসায়ীদের নতুন প্ল্যাটফর্ম

নিজস্ব চিপে ফেসবুক

টুইটারেও যোগ হচ্ছে ইমোজি

স্মার্ট গ্লাস আনবে শাওমি

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ