সব

টুইটারেও যোগ হচ্ছে ইমোজি

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৪:৪০

 

ফেসবুক ও মেসেঞ্জারের মতো ব্যবহারকারীদের জন্য ইমোজি ব্যবহারের সুবিধা আনতে যাচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। বর্তমানে প্রতিষ্ঠানটি ইমোজি রিঅ্যাকশনের পরীক্ষামূলক প্রচার চালাচ্ছে। খবর গ্যাজেটস নাউ।

টুইটার ব্যবহারকারীরা বর্তমানে নির্দিষ্ট টুইটে লাইক দেয়ার জন্য লাভ আইকনে ক্লিক করে থাকেন। প্রতিষ্ঠানটি জানায়, তারা এখন টুইটারে রিঅ্যাকশন দেয়ার পরীক্ষামূলক প্রচার চালাচ্ছে। এর মধ্যে গ্রাহকরা কান্নার ইমোজি, হাসির ইমোজি, হাততালি দেয়া ও হার্ট বা লাভ চিহ্ন ব্যবহার করতে পারছেন।


তুরস্কের ব্যবহারকারীদের জন্যও এ ফিচার চালু করেছে টুইটার। টুইট রিঅ্যাকশন ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীকে টুইটে ধাকা হার্ট আইকনে দীর্ঘ সময় চাপ দিয়ে ধরে রাখতে হবে। টুইটে সর্বাধিক ব্যবহূত শব্দ ও ইমোজির বিষয়ে গবেষণা শেষে টুইট রিঅ্যাকশন চালু করা হবে বলে জানিয়েছে এ মাইক্রো ব্লগিং ওয়েবসাইট।


প্রতিষ্ঠানটি জানায়, টুইটে সর্বাধিক ব্যবহূত ইমোজি হচ্ছে হাসতে হাসতে কান্নার ইমোজি। এছাড়াও টুইট পড়ার পর ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ প্রকাশের মতো ঘটনাও ঘটেছে। কিন্তু টুইটার এখনো রাগ প্রকাশক কোনো ইমোজি যোগ করেনি।

টুইটার জানায়, যেসব ব্যবহারকারীর সঙ্গে আমরা আলোচনা করেছি, তারা কিছু টুইটে নেতিবাচক বক্তব্য পাওয়ার বিষয়ে জানিয়েছেন।

ইনস্টাগ্রামে ব্লু টিক পাবার উপায়

টুইটারের পাখি ছেড়ে দিচ্ছেন ইলন মাস্ক

ফেসবুকে অডিও ভিডিও ফিচার

ফেসবুকে ব্যবসায়ীদের নতুন প্ল্যাটফর্ম

নিজস্ব চিপে ফেসবুক

স্মার্ট গ্লাস আনবে শাওমি

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ