সব

নিজেকে নিয়ে সর্বকালের স্কোয়াড সাজালেন সাকিব

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৪:০২

 

নিজেরে সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে অধিনায়কত্ব হিসেবে রেখেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সাকিব নিজেকেও রেখেছেন তার একাদশে।

তার একাদশে ওপেনিংয়ের গুরুদায়িত্বে থাকবেন কিংবদন্তী শচীন টেন্ডুলকার আর পাকিস্তানের সাঈদ আনোয়ার। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক শচীন তো ক্রিকেট ঈশ্বর হিসেবেই পরিচিত, রানের ফুলঝুরি ছুটিয়েছেন ক্যারিয়ারজুড়ে। ওপেনিংয়ের পর তিন নাম্বার পজিশনে আছেন ক্যারিবিয়ান ক্রিস গেইল আর চারে আছেন তর্কসাপেক্ষে সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

অন্যদিকে পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের। অনেক বিশ্লেষকের মতেই ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার ক্যালিস। এরপর ছয় নাম্বারে আছেন ধোনি। ক্রিকেট বিশ্বে সফল অধিনায়কদের মধ্যে ধোনি একজন। উইকেট কিপিং ও শেষ দিকে বিগ হিটিংয়েও ধোনি বেশ দক্ষ।


আর সাত নম্বর পজিশনে থাকছেন সাকিব নিজেই। স্পিন বিভাগে দুই গ্রেট শ্রীলংকান মুত্তিয়া মুরালিধরন আর অস্ট্রেলিয়ান শেন ওয়ার্ন জায়গা পেয়েছেন। দুজনই ক্যারিয়ারজুড়ে নিজেদের স্পিন ভেলকি দিয়ে নাচিয়ে ছেড়েছেন ব্যাটসম্যানদের। তার একাদশের বাকি দুই সদস্য দুইজন পেসার, ওয়াসিম আকরাম আর গ্ল্যান ম্যাকগ্রা।

সাকিবের সর্বকালের সেরা একাদশ:
শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা।

 

ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন ওয়ার্কলোডের ভিত্তিতে

প্রিয় মেসিকে নিয়ে সাকিবের ভাবনা

সাকিবের গুরুত্ব ফের প্রমাণ

সাকিবের নতুন মাইলফলক

সাকিব কী পারবেন সেরা হতে

সাকিব আল হাসানের ভয়ংকর রূপ

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ