সব

সাকিবের গুরুত্ব ফের প্রমাণ

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১২:১৩


দলের সিনিয়র দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম খেলছেন না অস্ট্রেলিয়া সিরিজে। লিটন দাসও অনুপস্থিত। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দলের মূল দায়িত্বটা নিতে হচ্ছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। নিজের দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করছেন তিনি। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের বিপক্ষে জয়ের পর অধিনায়কের প্রশংসা বন্যায় ভাসছেন সাকিব।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সাকিব ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে দেখিয়েছে দলে তার প্রয়োজন কতটা।

অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে ২৩ রানে হারানোয় অবদান ছিল সাকিবের। আজ (বুধবার) দ্বিতীয় ম্যাচে অজিদের ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ১৭ বলে ২৫ রানের ইনিংস খেলে জয়ের ভিত তৈরি করে দিয়ে যান সাকিব। তার পথ ধরেই জয়ের বাকি আনুষ্ঠানিক সারেন দুই ব্যাটসম্যান আফিফ হোসেন ও নুরুল হাসান।

ম্যাচে আগে ব্যাট করে স্বাগতিক বোলারদের তোপের মুখে স্কোরবোর্ডে ১২১ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। পরে আফিফ-সোহানের অবিচ্ছেদ্য ৫৬ রানের জুটিতে ৫ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ।

জয়ের পর অধিনায়ক রিয়াদ বলেন, ‘আফিফ ও সোহানকে এভাবে ব্যাট করতে দেখা অনেক স্বস্তির। দুজনে আমাদের জয় পর্যন্ত নিয়ে গেছে। পরিপক্বতা দেখিয়েছে। দ্রুত কিছু উইকেট হারানোর পর ড্রেসিংরুমে দুশ্চিন্তা কাজ করছিল। কিন্তু আফিফ ও সোহান যেভাবে ব্যাট করেছে, তাতে দুশ্চিন্তা কমে গেছে।’

সঙ্গে যোগ করেন রিয়াদ, ‘বোলাররা অনেক ভালো করেছে, যার কারণে তাদের ১২১ রানে আটকাতে পেরেছি। এমন কন্ডিশনে মুস্তাফিজ অনেক কার্যকরী এক বোলার। শরিফুলও ভালো করেছে, অন্য বোলাররাও অনেক হিসেবী ছিল। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।’

 

আহমেদাবাদের পিচ নিয়ে হ্যাজলউড

ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন ওয়ার্কলোডের ভিত্তিতে

মাহমুদুল্লাহ রিয়াদ বাদ নাকি বিশ্রাম?

তামিমের না খেলার উত্তর খুঁজেছেন মাশরাফি

বিশ্বকাপ থেকে কেন সরলেন তামিম ইকবাল

রেকর্ডঝুড়িতে আরেকটি অধ্যায় সাকিবের

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ