বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।
বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটে একশ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৯৮ টি। এই ম্যাচে দুই উইকেট নিতেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ১০০ উইকেট পূর্ণ করেন সাকিব।
এতে গড়েন ইতিহাসও। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই অলরাউন্ডার। আগের ম্যাচে পাঁচ ছক্কা খাওয়ার লজ্জায় পড়েছিলেন।
পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছেন সাকিব। ৩ ওভার ৪ বল হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি।