অ্যাপ স্টোর নীতিমালা আরেক দফা শিথিল করল অ্যাপল। নেটফ্লিক্স, স্পটিফাই ও কিন্ডেলের মতো কিছু প্লাটফর্ম অ্যাপ স্টোরে লিংক যুক্ত করতে পারবে। এর মাধ্যমে পেইড সাবস্ক্রিপশনের জন্য অর্থ আদায় করতে পারবে তারা। খবর এপি।
অ্যাপল বলছে, অ্যাপ স্টোরে রিডার অ্যাপ জাতীয় প্লাটফর্মগুলো সরাসরি নিজেদের সাইনআপ লিংক সংযুক্ত করতে পারবে। নেটফ্লিক্স, স্পটিফাই ও অ্যামাজনের কিন্ডেলের মতো অল্প কয়েকটি সেবা অ্যাপলের এ রিডার শ্রেণীভুক্ত হচ্ছে।
নতুন নীতিমালায় অ্যাপ স্টোরের আর্থিক লেনদেনের প্লাটফর্ম ব্যবহার করতে হচ্ছে না। এমনকি অ্যাপ স্টোরকে মোট আয়ের ৩০ শতাংশ কমিশন দিতে হবে না। জাপানের অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষের তদারকির পরিপ্রেক্ষিতে নীতিমালায় পরিবর্তন এনেছে অ্যাপল।
আগামী বছরের শুরুর দিকে বৈশ্বিকভাবে নতুন নীতিমালা কার্যকর করা হচ্ছে। তবে কোন অ্যাপগুলো এ সুবিধা পাবে, তা নির্ধারণের ক্ষমতা থাকছে অ্যাপলের হাতেই। কিছু কোম্পানি বলছে, অ্যাপলের এ ঘোষণা পর্যাপ্ত নয়। স্পটিফাই টেকনোলজিস এক বিবৃতিতে জানায়, সীমিত পর্যায়ে কিছু পরিবর্তন আমাদের সব সমস্যা সমাধান করছে না।
তবে প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, অ্যাপ স্টোরে রিডার শ্রেণীর অ্যাপগুলো নিজস্ব সাইনআপ লিংক সংযুক্ত করতে পারলে তাদের আয় বাড়বে। এতে অবশ্য অ্যাপলের আয় উল্লেখযোগ্যভাবে কমবে। সেবা খাত থেকে অ্যাপল যে ৫ হাজার ৩৮০ কোটি ডলার আয় করছে, তার বৃহৎ অংশই এসেছে অ্যাপ স্টোর থেকে। অ্যাপ স্টোরে থাকা বিভিন্ন অ্যাপের ইন-অ্যাপ কেনাকাটায় ১৫ শতাংশ ও ৩০ শতাংশ কমিশন নিচ্ছে অ্যাপল। শুরুতে সব অ্যাপ থেকে ৩০ শতাংশ কমিশন নিলেও সাম্প্রতিক দিনগুলোতে সমালোচনার জেরে কিছু অ্যাপ থেকে ১৫ শতাংশ কমিশন নিচ্ছে তারা। বছরে ১ কোটি ডলারের নিচে আয়কারী অ্যাপগুলোকে এ সুবিধা দিচ্ছে অ্যাপল।