সব

সিরিজ সেরায় কারা কারা

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০০:৫৩


মিরপুরের মন্থর উইকেটে বাংলাদেশি বোলিংয়ের কোন জবাবই দিতে পারেনি অস্ট্রেলিয়া। ব্যাটিংয়েও অজিদের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। সিরিজ শেষে চলুন দেখা যাক ব্যাটিং-বোলিংয়ে কারা বেশি আলো ছড়িয়েছেন, সেরা পাঁচে কে কে আছেন।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চারটিতেই রান পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুবরাও গুরুত্বপূর্ণ সময়ে রান করেছেন। বোলিংয়ে নতুন বলে নিয়মিত উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমানরা ছিলেন ক্ষুরধার। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অস্ট্রেলিয়ানরা শীর্ষে থাকলেও সেরা পাঁচে সফরকারীদের একজন করেই আছেন।

বোলিং উপযোগী উইকেটে রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে মার্শের নাম। পাঁচ ম্যাচে ৩১.২০ গড়ে ১৫৬ রান করেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার, তার সর্বোচ্চ রানের ইনিংস ৫১। দুই নম্বরে আছেন সাকিব আল হাসান। পাঁচ ম্যাচে ২২.৮০ গড়ে ১১৪ রান করেছেন সাকিব। তিনে আছেন আফিফ হোসেন ধ্রুব। পাঁচ ম্যাচের চারটিতে ব্যাটং করে ১০৭ রান করেছেন তরুণ তারকা, গড় ২৭.২৫। চার নম্বরে আছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পাঁচ ম্যাচে ১৮.২০ গড়ে ৯১ রান করেছেন তিনি। সেরা পাঁচের অপরজন তরুণ ওপেনার নাইম শেখ। ১৮.২০ গড়ে তিনিও করেছেন ৯১ রান।
বোলিংয়ে সবার ওপরে জস হ্যাজেলউড। নাসুম আহমেদের সমান আট উইকেট পেলেও একটা ম্যাচ কম খেলায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ান পেসার। ৫.৪২ ইকোনোমিতে ১০.৬২ গড়ে ৮ উইকেট নিয়েছেন অজি পেসার। দুই নম্বরে থাকা নাসুম ৫ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। গড় ১১.৫০, ইকোনোমি ৫.১১। তিন নম্বরে থাকা মোস্তাফিজুর রহমান পাঁচ ম্যাচে মাত্র ৮.৫৭ গড়ে উইকেট নিয়েছেন ৭টি। ওভার প্রতি রান খরচ করেছেন মাত্র ৩.৫২ করে।

চারে আছেন বাংলাদেশের আরেক তরুণ পেসার শরিফুল ইসলাম। চার ম্যাচে ১১.৮৫ গড়ে ৬.৩৮ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ৭টি। পাঁচ নম্বরে থাকা সাকিব আল হাসান নিয়েছেন সাত উইকেট। গড় ১৮.১৪, ইকোনোমি ৬.৪৫।
উল্লেখ্য, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি জিতেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া চতুর্থ ম্যাচ জিতলেও পঞ্চম ম্যাচটা জিতে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

কোন দল কত টাকা পেলো

ওয়ানডে, টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড

ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন ওয়ার্কলোডের ভিত্তিতে

মাহমুদুল্লাহ রিয়াদ বাদ নাকি বিশ্রাম?

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে প্রস্তুত টাইগাররা

রেকর্ডঝুড়িতে আরেকটি অধ্যায় সাকিবের

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ