বেশ কিছুদিন ধরেই সাকিব আল হাসানের ইস্যুতে সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চটেছেন খোদ বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। সংবাদমাধ্যমে রীতিমতো বোমা ফাটালেন । জানালেন, টেস্ট ফরম্যাটে সাকিবের খেলার অনাগ্রহ নিয়েও।
সবই ঠিকঠাক ছিল, তবে ঝামেলাটা বেঁধেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর চতুর্থদশ আসরে কলকাতা নাইট রাইডার্সের দলে জায়গা পেয়ে। আর সেকারণেই আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে দুটি সিরিজ না খেলতে ছুটির আবেদন চেয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে, পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরেও থাকছেন না সাকিব। যদিও সাকিবের সব ছুটিতেই সায় দিয়েছে বোর্ড। কিন্তু বোর্ডে যে সমালোচনার ঝড় চলছে তা বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথাতেই পরিষ্কার। ক্রিকেটারদের উদ্দেশে বলেন, ‘কে কোন ফরম্যাটে খেলতে চায়, সেটি জানিয়ে দিলে সে হিসেবেই আগে থেকে চুক্তি হবে। কোথায় কোথায় টুর্নামেন্ট হবে, ফ্র্যাঞ্চাইজি হবে, সেগুলো খেললে আমরা টেস্ট খেলব না...এটা বলে দিক। আমরা লিখিত নিয়ে নিচ্ছি। কিন্তু জাতীয় দলে খেলার ক্ষেত্রে যে বলবে খেলব, তাকে খেলতেই হবে।’
এদিকে, মাকে নিয়ে সন্তান সম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে সময় দিতে যুক্তরাষ্ট্রে এখন বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট চলাকালীন চোটে পড়ে খেলা থেকে ছিটকে পড়েন এই অলরাউন্ডার। সেই সময়ে চোট পাওয়ায় এবং তৃতীয় সন্তানের আগমনের সময় স্ত্রীর পাশে থাকতে বোর্ড় থেকে ছুটি নিয়ে নিউজিল্যান্ড সফরে না গিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই তারকা।
তবে, সাকিবভক্তরা এবার বেশ ভালোভাবেই চটেছেন। দেশের হয়ে শ্রীলঙ্কা সিরিজ না খেলে আইপিএলে খেলার সিদ্ধান্তে সাকিবের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা। এদিকে সন্তানসম্ভবা শিশির স্বামীর ছবির সাথে ভারতীয় হার্শা ভোগলের একটি টুইট শেয়ার করেন। যে টুইটে হার্শা লিখেছেন, অনেকেই দেশের হয়ে টেস্ট খেলার চেয়ে আইপিএলের দিকে ঝুঁকছেন। সাকিবও টেস্ট না খেলে আইপিএল খেলবেন। আগামী দুই বছরে দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপ আছে। অগ্রাধিকারটা সেজন্যই।’ হার্শার টুইটের স্ক্রিনশট শেয়ার করে শিশির লিখেছেন- ‘তার সবসময় একটি পরিকল্পনা থাকে।’ শিশিরের এই পোস্ট ভাইরাল হয় যেখানে ১৩ হাজারের বেশি লাইক ও কমেন্ট প্রায় পাঁচশো।
তবে, সাকিবের কী কোনো আলাদা পরিকল্পনা রয়েছে নাকি টেস্ট খেলতে আগ্রহী না সে বিষয়ে এখনও মুখ খোলেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। কিন্তু এবারই যে প্রথম তাও কিন্তু নয় এর আগেও টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।২০১৭ সালের সেপ্টেম্বরে কাজের চাপ এড়াতে লাল বলের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য বিরতি নিয়েছিলেন তিনি।
এলএইচএ/বিবাজ