সব

স্বপ্ন এবার বাস্তব করছে ম্যাকবুক!

  • উন্নত ক্যামেরা, স্পর্শের আঙ্গিকতা আর চমকপ্রদ ডিসপ্লে।
  • এসডি কার্ড স্লট ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটি চিন্তাভাবনা করছে।
  • ব্যয়বহুল কোনো ফিচার সংযোজন করা হয়নি এই ল্যাপটপে।
আপডেট : ১১ মার্চ ২০২১, ১৬:২৫

নতুনত্বের ছোঁয়া দিতে বাজারে অ্যাপল প্রতিষ্ঠানটির কদর বরাবরই চমকপ্রদ। তাইতো এবারের ধারায় অ্যাপলের নতুন সংযোজন ম্যাকবুক সিরিজে। প্রতিষ্ঠানটির নজর এবার সবচেয়ে পাতলা ল্যাপটপ গড়ার দিকে।

নতুন ম্যাকবুক এয়ার সবচেয়ে পাতলা ও হালকা সংস্করণ। যা আগের তুলনায় পারফরম্যান্স কিংবা ব্যাটারি ব্যাকআপ সবদিক থেকে বাজিমাত করবে বলে প্রতিষ্ঠানটির দাবি। সাথে পাচ্ছেন উন্নত ক্যামেরা, স্পর্শের আঙ্গিকতা আর চমকপ্রদ ডিসপ্লে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটি তা শব্দবিহীন ল্যাপটপের এক অভিন্ন অভিজ্ঞতা পাবেন এই যাত্রায়। বন্ধু কিংবা কলিগ সব জায়গায় নিজেকে প্রকাশ করতে পারবেন অন্যরকমভাবে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার বিলাসিতা তা সহজেই বুঝাতে পারবেন অন্যদের। আর আপনাদের কথা চিন্তা করেই অ্যাপলের এই নতুন সংস্করণের রাখা হয়নি কোন ফ্যান অর্থাৎ আপনার ল্যাপটপ চলবে কোনোরকম শব্দ ছাড়াই।

অত্যাধুনিক মাইক্রোপ্রসেসর এম ওয়ান (M1)

অত্যাধুনিক মাইক্রোপ্রসেসর এম ওয়ানের সংযোজনে এতো কিছু পাচ্ছেন মাত্র ৯৯৯ ডলারেই। অ্যাপল গ্রাহকরা সবচেয়ে পাতলা ল্যাপটপ ব্যবহারের যে স্বপ্ন বুনেছেন, তা এবার সত্যি হতে চলেছে। মাত্র ১৩ ইঞ্চি ল্যাপটপ ব্যবহারের সুযোগ পাচ্ছেন আপনিও। আর একবার চার্জ দিলেই ব্যবহার করা যাবে ১৮ ঘণ্টা পর্যন্ত। ব্রাউজ করতে পারবেন অনায়াসে ১৭ ঘণ্টা পর্যন্ত এবং ভিডিওতে চোখ রাঙাতে পারবেন টানা ২০ ঘণ্টা পর্যন্ত। গ্রাহকদের স্বস্তির কথা মাথায় রেখেই এমন কিছুর প্রত্যাশায় প্রতিষ্ঠানটি।

ব্যয়বহুল কোনো ফিচার সংযোজন করা হয়নি এই ল্যাপটপে। কম সময়ে দ্রুত নির্ভুল কাজ করতে পারবেন এই ম্যাক দিয়ে। সব ফিচারের জন্য আলাদা আলাদা চিপ ব্যবহার করার ঝামেলা থেকেও মুক্তি মিলছে অ্যাপল গ্রাহকদের।

নতুন আরেকটি বিশেষত্ব রাখা হয়েছে নতুন এই ম্যাকবুক সিরিজে। নতুন প্রসেসর তৈরি করা হয়েছে, বিদ্যুতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ৮ কোরের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) এর চাহিদা মেটানো হয়েছে সাথে প্রত্যাশায় যোগ করেছে ৮ কোর পর্যন্ত গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ)।
এতো এতো নতুনত্বের পরও আরও একটি নতুনত্বের খবর অপেক্ষা করছে ব্যবহারকারীদের জন্য। এসডি কার্ড স্লট ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটি চিন্তাভাবনা করছে। পাশাপাশি যোগ হতে পারে বাড়তি অন্যান্য পোর্ট।

অ্যাপলের বিরুদ্ধে কয়েক শ কোটি ডলার জরিমানা

আইফোনে করা যাবে ত্রিমাত্রিক ভিডিও ধারণ

আসছে ‘আইওএস ১৭’

নতুন পণ্যের ঘোষণা দিল অ্যাপল

৬ কোটির টার্গেট অ্যাপলের

অ্যাপলের সাথে টিম কুকের ১০ বছর

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ