২০১৬ সালে রিয়েলিট শো ‘সেরা নাচিয়ে’-তে প্রথম রানার্স আপ হয়ে পেশাগতভাবে মিডিয়াতে কাজ শুরু করেন সিনথিয়া ইয়াসমিন নূপুর। এর আগে বেশ কিছু নাটকে অভিনয় করলেও এবারই প্রথম একসঙ্গে দু’টি ওয়েব সিরিজের কাজ করেছেন তিনি। প্রথম ওয়েব সিরিজটি হলো শাহীন সুমনের...
অনেক আগে থেকেই ‘মাফিয়া’র কাজ চলছিল। এতে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ। সম্প্রতি সিরিজটিতে যুক্ত হয়েছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও নায়ক ইমন।
কুখ্যাত মাফিয়াদের রাজত্বের নানান কাহিনীর ইতিহাস সাক্ষী মুম্বাই। যার একটিতে ইতিহাস গড়েছিলো ’গাঙ্গুবাঈ’ নামটি। মুম্বাই পুলিশ যাকে চেনে এক নৃশংস গ্যাংস্টার নামেও।