ইন্টার মায়ামি যেন জেগে উঠেছে লিওনেল মেসি নামক জাদুর ছোঁয়ায়। লিওনেল মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে তারা কোনো ম্যাচে হারে নি।
সর্বশেষ তিন ম্যাচে তারা ৯ গোল করেছে যার মাঝে ৫ টি গোল লিওনেল মেসির।
লিগস কাপের শেষ ষোলোতে মেসির মায়ামি মুখোমুখি হবে এফসি ডালাস এর। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাসের মাঠে। এই প্রথম প্রতিপক্ষের মাঠে খেলতে যাবেন মেসি মায়ামির জার্সিতে।
ডালাসের কোচ নিকোলাস এস্তেভেজ এক প্রকার হুমকিই দিয়ে রাখলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে।
ডালাসের স্প্যানিশ কোচ এস্তেভেজ মায়ামি–ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে মেসির প্রশংসাই করেছেন,‘পেপ (গার্দিওলা) এরই মধ্যে এটা পরিষ্কার করেছে, যে দলে মেসি থাকবে, সেই দল সব সময়ই ফেবারিট।’
ডিস্পোর্টস রেডিওর সঙ্গে কথা বলতে গিয়ে এসব বলেন।
সাথে তিনি আরো বলেন, ‘লিওনেল মেসির এমএলএসের ইতিহাসে আমরা ভিলেন হতে চেষ্টা করব।’
ভ্যালেন্সিয়া ও যুক্তরাষ্ট্রের সাবেক কোচ মেসি এবং মিয়ামিকে এক রকম হুমকি দিয়ে রাখলেন বলা যায়।
ম্যাচটি নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীরা অনেক রোমাঞ্চিত । কারণ ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ১০ মিনিটের মধ্যে।
এ কারণেই এস্তেভেজও বলেছেন, ‘মেসির আগমন সবকিছু বদলে দিয়েছে।’