নিজেদের প্রথম শিরোপা জিতল ইন্টার মায়ামি
জিততে ভুলে যাওয়া ইন্টার মায়ামিকে করলেন চ্যাম্পিয়ন। এমন একজনকেই হয়ত খুঁজছিল ইন্টার মিয়ামি। মেসি যোগ দেওয়ার মাসখানেকের মধ্যেই পেল শিরোপার স্বাদ। নব্বই মিনিটের খেলায় ১-১ সমতা থাকার পর পেনাল্টিতে ১০-৯ স্কোরলাইনে ম্যাচ জিতে নেয় ইন্টার মায়ামি।