সব

সিনেমার জগতে মিথিলা

আপডেট : ০৮ মে ২০২১, ১৬:৪৪

ছোট পর্দায় অনেক অভিনয় করেছেন, কিন্তু কখনও বড় পর্দায় করা হয়নি। এবার বড় পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করতে আসছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সামাজিক মাধ্যমে প্রকাশ পেল তার প্রথম সিনেমা ‘অমানুষ’-এর পোস্টার।
প্রথম সিনেমাতে জুটি বেঁধেছেন নায়ক নিরবের সঙ্গে। পোস্টারের ফার্স্ট লুকেই বাজিমাত। ভয়ানক রূপের সেই পোস্টার এরইমধ্যে বেশ আলোচনা তৈরি করেছে।

‘অমানুষ’-এর পোস্টারে দেখা যাচ্ছে নিরবের কদম ছাট দেওয়া চুল। গলায় কালো তাবিজ পরে মাথায় হাত দিয়ে ভয়ংকর দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। ঠিক যেন জঙ্গলের কোনও বনদস্যু। অন্যদিকে নিরবের পেছনে পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন মিথিলা। তার হাসি ও দৃষ্টি ঠিক যেন কোনও অমানুষের মতই দেখাচ্ছে।

প্রথমবার জুটি বেঁধে পর্দায় আসছেন নিরব-মিথিলা-এই ঘোষণার পর থেকে ব্যাপক আলোচনায় রয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। বান্দরবান ও সাভারের বিরুলিয়ার বিভিন্ন লোকেশনে সিনেমার ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। জানা যায়, আর পাঁচদিন শুটিং করলেই শেষ হবে ‘অমানুষ’-এর কাজ। সিনেমারটি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, নওশাবা, শাহীন মৃধা প্রমুখ।

এদিকে, এবারের ঈদে প্রচারিত হবে সময়ের আলোচিত নির্মাতা মাহমুদুর রহমান হিমি পরিচালিত বিশেষ নাটক ‘রাজা’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহ্জাবীন চৌধুরী, কাজী উজ্জ্বল প্রমুখ।কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন এক নামে নাটকটির পোস্টার ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া পোস্টারটিতে নাটকের নাম দেওয়া হয়েছে ‘পাগলা রাজা বাসর ঘরে’; যা রীতিমতো বিভ্রান্তি সৃষ্টি করছে দর্শক মনে।

এরপর ফেসবুকে এক পোস্টে হিমি লেখেন, ‘পাগলা রাজা বাসর ঘরে’ নামে আমি কোনো নাটক নির্মাণ করিনি।’

বিষয়টি অত্যন্ত নিন্দাজনক উল্লেখ করে হিমি বলেন, “নাটকের যে গল্প সেটার সঙ্গে একদম যুতসই নাম হচ্ছে ‘রাজা’। আমরা এ নামেই নাটকটির নাম চূড়ান্ত করে শুটিং সম্পন্ন করি। এ নামেই নাটকটি ঈদে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।’

আমির খানের সিনেমায় তাসনিয়া ফারিণ

শুটিং ফেলে চলে যাওয়ার কারণ জানালেন সায়ন্তিকা

বেশ ধরে টালিউড আঙিনায় মিথিলা

কানে রেহানা মরিয়ম নূর

উৎসব ঘিরে সিনেমা

প্রশংসার তুঙ্গে ধানুশের ‘কার্ণান’

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ