সব

উৎসব ঘিরে সিনেমা

আপডেট : ১৫ জুন ২০২১, ০৫:২০

বিনোদনের অন্যতম বড় মাধ্যম সিনেমা। ঈদ উৎসবে সিনেমা দর্শকের জন্য বাড়তি আনন্দ যোগ করে। যুগ যুগ ধরে ঈদ উৎসবে দর্শক নতুন নতুন সিনেমা দেখে খুঁজে পান অন্যরকম আমেজ। তাই তো ঈদকে কেন্দ্র করে ছবি নির্মাণের ক্ষেত্রে থাকে নির্মাতাদের বাড়তি দায়িত্ব। হলে সিনেমা মুক্তি না পেলেও হলের বিকল্প হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একাধিক ওয়েব ফিল্ম। তবে শাকিব খানের 'বিদ্রোহী' সিনেমার প্রযোজক সেলিম খান বলেন, ঈদে সিনেমা হল খোলা থাকলে 'বিদ্রোহী' সিনেমাটি মুক্তি দেব।

আসছে ঈদে সাতটি নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে চ্যানেল আই। এগুলো হলো- 'আহত ফুলের গল্প' [পরিচালনায় অন্তু আজাদ, অভিনয়ে তাহিয়া তাজিন খান, সুজন মাহবুব, আলী আহসান, জয়া রায়, অনন্যা হক], 'তুমি আছো তুমি নাই' [পরিচালনায় দেলোয়ার জাহান ঝন্টু, অভিনয়ে দীঘি, আসিফ ইমরোজ, শবনম পারভীন, সুব্রত], 'ঊনপঞ্চাশ বাতাস' [পরিচালনায় মাসুদ হাসান উজ্জ্বল, অভিনয়ে শার্লিন ফারজানা, ইমতিয়াজ বর্ষণ, ইলোরা গহর], 'অলাতচক্র', [পরিচালনায় হাবিবুর রহমান, অভিনয়ে জয়া আহসান, আহমেদ রুবেল, আবুল কালাম আজাদ, নুসরাত জাহান], 'কাঠবিড়ালি' [পরিচালনায় নিয়ামুল মুক্তা, অভিনয়ে অর্চিতা, স্পর্শিয়া, আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন], 'প্রিয় কমলা' [পরিচালনায় শাহরিয়ার নাজিম জয়, অভিনয়ের বাপ্পী চৌধুলী ও অপু বিশ্বাস] এবং 'শাটল ট্রেন' [পরিচালনায় প্রদীপ ঘোষ, অভিনয়ে ইমরান হোসেন ইমু, ইন্দ্রানী ঘটক]। এ ছাড়া এবারের ঈদে নাগরিক টিভিতেই প্রচার হবে শাকিব খান অভিনীত ১৮টি সিনেমা। নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু। তিনি জানান, এই ঈদে শাকিব খানের ক্যারিয়ারের সেরা ও সর্বাধিক ছবি প্রচার করবে চ্যানেলটি। আসছে ঈদে দীপ্ত টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে শাকিব খানের 'বীর'। কাজী হায়াত পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এদিকে গত ঈদে শাকিব খান অভিনীত 'নবাব এলএলবি' ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হলেও এবারের ঈদে অনলাইন প্ল্যাটফর্মে শাকিবের কোনো নতুন ছবি মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন তিনি নিজেই। তার নতুন ছবি 'অন্তরাত্মা' ঈদের জন্য নির্মাণ করা হলেও করোনা পরিস্থিতির কারণে আপাতত তা মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন প্রযোজক সোহানী হোসেন।

আমির খানের সিনেমায় তাসনিয়া ফারিণ

শুটিং ফেলে চলে যাওয়ার কারণ জানালেন সায়ন্তিকা

কানে রেহানা মরিয়ম নূর

প্রশংসার তুঙ্গে ধানুশের ‘কার্ণান’

সিনেমার জগতে মিথিলা

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ