বেশ ধরে টালিউড আঙিনায় মিথিলা
মাথাভর্তি জট পাকানো চুল, মলিন চেহারা, গায়ে কালো রঙের পোশাক আর দিকভ্রান্ত চাহনি; এমন রূপে হাজির হলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভক্তরা তাকে যে রূপে দেখে অভ্যস্ত, সেটার সঙ্গে এই রূপের কোনো মিল নেই। এক কথায় মিথিলাকে চেনাই দায়।