চিপের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে নিরাপদ চেইন তৈরিতে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার শীর্ষ নেতারা। আগামী সপ্তাহে ওয়াশিংটনে দেশগুলোর নেতারা এক বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেবেন বলে নিক্কেই এশিয়ার এক প্রতিবেদন সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।
চারটি দেশের প্রধানদের নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো এ বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন। বর্তমানে চীন যে আগ্রাসী আচরণ করছে তা প্রতিহতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে দেশগুলো একত্রে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
কোয়াড দেশগুলোর খসড়া বিবৃতির বরাত দিয়ে নিকেই জানায়, শক্তিশালী ও নিরবচ্ছিন্ন সরবরাহ চেইন তৈরিতে চারটি দেশকেই তাদের চিপ উৎপাদন সক্ষমতা নিশ্চিত করবে এবং সব ধরনের সমস্যা খুঁজে বের করতে হবে। তবে প্রতিষ্ঠানটি কীভাবে কাগজ পেয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা যাবে না।
ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি জানায়, মানবাধিকার নিশ্চিতের পরিপ্রেক্ষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। খসড়ায় চীনের নাম না থাকলেও নিকেই জানায়, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন ধরে চীন যে আধিপত্য বিস্তার করে আসছে, সেটি বন্ধের পাশাপাশি পুরো বিশ্বে প্রযুক্তির সর্বাত্মক ব্যবহার নিশ্চিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।