সব

করোনা রোগীদের সেবায় রোবট

আপডেট : ২২ জুন ২০২১, ০৩:২৬

হংকংভিত্তিক যে প্রযুক্তি কোম্পানি সোফিয়া রোবট তৈরি করেছিল, তারা এবার প্রোটাইপ ভার্সনের আরেকটি রোবট আনার ঘোষণা দিয়েছে। আইসোলেশনে থাকা বয়স্ক রোগীদের সেবা দিতে গ্রেস নামের রোবটটি তৈরি করা হয়েছে।

নার্সের পোশাক পরা গ্রেসের একটি ভিডিও শেয়ার করেছে রয়টার্স। সেখানে দেখা গেছে, হ্যানসন রোবটিকস কোম্পানির তৈরি গ্রেস রোগীদের তাপমাত্রা মাপার পাশাপাশি প্রয়োজন বুঝে কাজ করতে পারে।

বুকে থারমাল ক্যামেরা বসানো রোবটটি ইংরেজি, মান্দারিন এবং ক্যান্টোনিজ ভাষায় কথা বলতে পারে।

এশিয়ার দেশ হংকংয়ে তৈরি বলে গ্রেসের চেহারাও একেবারে এশীয়দের আদলের। নীল পোশাক পরা গ্রেসকে প্রায় কাঁধ পর্যন্ত নামা বাদামি চুলে খুব স্মার্ট দেখায়।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের গুণে মানুষের সঙ্গে নির্দিষ্ট বিষয়ে অনায়াসে কথা বলতে পারে গ্রেস। থার্মাল ক্যামেরা ফিট করা আছে বলে রোগীর শরীরের তাপমাত্রা মেপে নিতেও কোনো অসুবিধা হয় না তার।

হ্যানসন রোবটিকস জানিয়েছে, আগামী বছরের মধ্যে হংকং, চীন, জাপান এবং কোরিয়ায় এ ধরনের রোবট উৎপাদন পুরোদমে শুরু হবে। খুব কম সংখ্যক বানানোয় আপাতত প্রতিটি রোবটের দাম একটি বিলাসবহুল গাড়ির মতো হলেও ভবিষ্যতে দাম কমবে।

টুইটারের পাখি ছেড়ে দিচ্ছেন ইলন মাস্ক

প্রযুক্তি ব্যবহারে এবার চার দেশ একসাথে

গাড়ি প্রযুক্তিতে শাওমি

জরিমানায় গুগল

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ