সব

গাড়ি প্রযুক্তিতে শাওমি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:১১

 

বৈদ্যুতিক গাড়ি (ইভি) ইউনিটের জন্য আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক নিবন্ধন নিয়েছে শাওমি। এর মধ্য দিয়ে অটোমোটিভ খাতের দিকে আরো একধাপ এগিয়ে এলো প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

চীনা প্রযুক্তি জায়ান্টটির নতুন ইউনিটটির নাম হচ্ছে শাওমি ইভি ইনকরপোরেটেড। এর নিবন্ধিত মূলধন উল্লেখ করা হয়েছে ১ হাজার কোটি ইউয়ান বা ১৫৫ কোটি ডলার। শাওমির প্রধান নির্বাহী লেই জুন এ প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও তথ্য উঠে এসেছে এক বিবৃতিতে। ইভি ইউনিটের জন্য প্রতিষ্ঠানটি তিন শতাধিক কর্মী নিয়োগ দিয়েছে এবং নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

মার্চে গাড়ি নির্মাণ ব্যবসায় পা রাখার ব্যাপারটি নিশ্চিত করেছে শাওমি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রির দিক থেকে স্যামসাংয়ের পর পরই অবস্থান শাওমির। আগামী ১০ বছরে বৈদ্যুতিক গাড়িতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে তারা। এরই মধ্যে দুই হাজারেরও বেশি সাক্ষাত্কারমূলক জরিপ চালিয়েছে তারা। এ ছাড়াও দশেরও বেশি শিল্প সহযোগী ও অংশীদারের সঙ্গে দেখা করেছে।


নিজেদের অটোমোটিভ খাতের কৌশল বা গাড়ির ধরন সম্পর্কেও কিছু বিস্তারিত জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহেই ৭ কোটি ৭০ লাখ ডলারে স্বচালিত গাড়ি প্রযুক্তি স্টার্টআপ ডিপমোশন অধিগ্রহণের কথা জানিয়েছে শাওমি। এর মাধ্যমে নিজেদের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) শাখা শক্তিশালী করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

 

রেডমি ১২সি স্মার্টফোনে ২ হাজার টাকা ছাড়

টুইটারের পাখি ছেড়ে দিচ্ছেন ইলন মাস্ক

স্মার্টফোনের দাম বাড়ছে কেন

প্রযুক্তি ব্যবহারে এবার চার দেশ একসাথে

শাওমির নতুন ইয়ারবাডস

স্মার্ট গ্লাস আনবে শাওমি

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ