সব

ইনস্টাগ্রামে ফেভারিট ফিচার

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৪:০২

  


পছন্দের বন্ধু বা ব্যক্তিত্বের পোস্ট যেন নিউজফিডে আগে আসে, সেজন্য ফেভারিটস নামে একটি ফিচার পরীক্ষা করছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবির বিষয়টি আমলে নিয়ে এ পরিবর্তন আনল ফেসবুক মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপটি। খবর দ্য ভার্জ।

ইনস্টাগ্রামের নতুন ফিচারটি প্রথম সামনে আনেন আলেসান্দ্রো পালুজ্জি নামে এক মোবাইল ডেভেলপার। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ফেভারিটস ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী তার বন্ধু বা পছন্দের কনটেন্ট ক্রিয়েটরদের আলাদা করতে পারবেন। এতে করে তার ফিডে ওই ব্যক্তিদের পোস্ট বেশি দেখা যাবে।

এর আগে ২০১৭ সালেও কাছাকাছি ফিচার পরীক্ষা করেছিল ইনস্টাগ্রাম। ওই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী ঠিক করে দিতে পারতেন কাদের কাছে এ পোস্টটি যাবে। যেমন ধরেন আপনি আপনার বিয়ের ফটো নির্দিষ্টসংখ্যক বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে এ ফিচার কাজে লাগবে। যারা নিজেদের বিভিন্ন পোস্ট সব ফলোয়ারের কাছে শেয়ার করতে চান না, তাদের চাহিদার কথা মাথায় রেখে এ ফিচার পরীক্ষা করা হয়েছিল।


নতুন ফেভারিট ফিচারের মাধ্যমে আপনি কাদের পোস্ট দেখতে চান তা নির্ধারণ করা যাবে। বর্তমানে সীমিত পর্যায়ে এ পরীক্ষা চলছে। সবার জন্য কবে থেকে এ ফিচার চালু হবে, তা এখনই বলা যাচ্ছে না।

ইনস্টাগ্রামে ব্লু টিক পাবার উপায়

ইনস্টাগ্রামে অভিযোগ করবেন যেভাবে

ইনস্টাগ্রাম ব্যবহারে বাড়ছে  মানসিক ঝুঁকি

ডেস্কটপ থেকে ফটোশেয়ার ইনস্টাগ্রামে

হোয়াটসঅ্যাপে প্রাইভেসি

পরিবর্তন আসছে ইনস্টাগ্রাম ও মাইক্রোসফটে

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ