সব

হোয়াটসঅ্যাপে প্রাইভেসি

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৫:৫০


মেসেজের গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে চালু হয়েছে 'ওয়ানস' ফিচার। ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও ফিচারটি চালু করেছে ফেসবুক। এর ফলে ফিচারটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে কোনো ছবি বা ভিডিও পাঠালে প্রাপক শুধু একবার দেখার পরই তা স্বয়ংক্রিয় মুছে যাবে। যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ছবি বা ভিডিও পাঠালে তা সেভ, সংরক্ষণ কিংবা শেয়ার করা যাবে না। এমনকি ফোনে সেভিং অপশন চালু থাকলেও ওই ভিডিও বা ছবি সেভ হবে না। এ ছাড়া এ ফিচারের মাধ্যমে পাঠানো কোনো ফাইল যদি ১৪ দিনের মধ্যে না খোলা হয় তবে তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ লোগোর মতো সবুজ রঙের বৃত্ত দিয়ে ফিচারটিকে চিহ্নিত করা হয়েছে। ফিচারটির সুবিধা পেতে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করে নিতে হবে। ভিউ ওয়ানস ফিচারের আওতায় ছবি পাঠাতে আইওএস কিংবা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ক্যামেরা আইকন ও পেপারক্লিপে গিয়ে ছবি-ভিডিও নির্বাচন করতে হবে। এবার ছবি বা ভিডিও পাঠানোর আগে টেক্সটবারের ডান দিকে ভিউ ওয়ানস অপশনটি ক্লিক করলেই ছবি গ্রাহকের কাছে চলে যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আমাদের ফোনে ছবি বা ভিডিও তোলার মানেই হলো ফোনের মেমোরির অনেকটা অংশ আটক করে রাখা, অথচ যে ছবি-ভিডিও আমরা শেয়ার করি সগুলো স্থায়ী সেভ করে রাখার প্রয়োজন হয় না। এজন্যই নতুন ফিচারটি আনা হয়েছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীদের পক্ষে তাদের প্রাইভেসি ধরে রাখতেও সুবিধা হবে। এই ফিচার ব্যবহারে আগের মতোই এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষার ব্যবস্থা থাকবে।

ইনস্টাগ্রামে ব্লু টিক পাবার উপায়

ইনস্টাগ্রামে অভিযোগ করবেন যেভাবে

ফেসবুকে অডিও ভিডিও ফিচার

আইপ্যাডে হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণ

ইনস্টাগ্রাম ব্যবহারে বাড়ছে  মানসিক ঝুঁকি

ফেসবুকে ব্যবসায়ীদের নতুন প্ল্যাটফর্ম

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ