সিনেমার নাম ‘প্রিয়া রে’। ছবির নায়ক শান্ত খান। নায়িকা কৌশানী মুখার্জি। নায়কের বাবা খরাজ মুখার্জি। নায়িকার বাবা ও ভিলেন রজতাভ দত্ত। শুটিং হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুরের প্রত্যন্ত একটি গ্রাম কমলাপুরে।
নায়ক বাদে গুরুত্বপূর্ণ বাকি তিন শিল্পীই উড়ে এসেছেন কলকাতা থেকে। তারা পার্শ্ববর্তী দেশে নিজ নিজ ক্ষেত্রে অন্যতম সেরা তারকা। তিনজনের মধ্যে নায়িকা কৌশানী অপেক্ষাকৃত তরুণ। ২০১৫ সালে রাজ চক্রবর্তীর পারব না আমি ছাড়তে তোকে সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি জগতে পা রেখেছেন। তরুণ হলেও তুমুল জনপ্রিয় তিনি। কেলোর কীর্তি, তোমাকে চাই, জিও পাগলাসহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের হয়ে এমএলএ হওয়ার জন্য লড়াই করেছেন।
খরাজ মুখার্জি কমেডি, নেগেটিভ রোল কিংবা ব্যতিক্রমী চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন। এছাড়া তিনি গীতিকার, সুরকার, গায়ক। মঞ্চ নাটক লেখেন। বহুমুখী প্রতিভার এ শিল্পী তুমুল জনপ্রিয় টালিগঞ্জে। অভিনয় করেছেন প্রায় ১০০ ছবিতে।
অন্যদিকে রজতাভ দত্তকে আলাদা পরিচয়ে পরিচিত করতে হয় না। তার নামটাই সব। থিয়েটার থেকে চলচ্চিত্রের পর্দা—চরিত্রের সঙ্গে মিশে গিয়ে অভিনয় করেন বলেই একবার দেখলেই দর্শক আলাদাভাবে তাকে মনে রাখে। হিন্দি, ইংরেজি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। জি বাংলার রিয়েলিটি শো মীরাক্কেল: আক্কেল চ্যালেঞ্জারের বিচারক হিসেবে পৌঁছে গেছেন বাংলার ঘরে ঘরে। রণিদাকে তাই পশ্চিমবঙ্গের মানুষ যতটা চেনে, বাংলাদেশের মানুষও তার চেয়ে কম চেনে না।
টালিগঞ্জের তিন জগতের পোস্টার তারা। তারা এখন অবস্থান করছেন চাঁদপুরের প্রত্যন্ত এক গ্রামে। সদর থানার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে শুটিং করেছেন। পদ্মার পাড়ে গড়ে ওঠা এ জেলার এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে বেড়াচ্ছেন। লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরেও কখনো ইলিশের স্বাদ নিচ্ছেন। কখনো গ্রামবাংলার প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছেন। তাদের নিয়ে এলাকাবাসীর উচ্ছ্বাসের শেষ নেই। চাঁদপুরে বসেছে চাঁদের হাট। আর এলাকাবাসী সেই হাটে না গিয়ে পারে?