সব

পশুর প্রতি ভালোবাসায় জয়া পুরস্কৃত

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৮:৫৩


অভিনেত্রী জয়া আহসান প্রাণীদের খুব পছন্দ করেন। তার প্রমাণ বিভিন্ন সময়ে পেয়েছেন দিয়েছেন তিনি। বিশেষ করে করোনাভাইরারেস এই রাস্তায় যখন কুকুরগুলো নগরীর রাস্তায় ঘুরাঘুরি করছিলো তখন ক্ষুধার্ত কুকুরের জন্য খারার রান্না করে রাস্তায় বেরিয়ে পড়ছিলেন তিনি।


প্রাণীর প্রতি এই ভালোবাসার এবারপ্রতিদান পাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

পশুদের নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) প্রথমবারের মতো পুরস্কার প্রদান করতে যাচ্ছে প্রাণীপ্রেমিদের। আর সেই তালিকায় প্রথমদিকে আছেন জয়া আহসানের নামও। এছাড়াও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামও পাচ্ছেন এই পুরস্কার।

৪ অক্টোবর বিশ্ব পশু দিবসে ‌‘প্রাণবিক বন্ধু’ নামের এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার। সেখানে পশু উদ্ধারকারী, চিকিৎসক, সংগঠকসহ ১০ জনের নাম উপস্থাপন করা হয়।

 

বাংলাদেশে প্রথমবারের মতো এমন আয়োজন হচ্ছে। ফাউন্ডেশনটির পক্ষ থেকে জানানো হয় আগামী নভেম্বরে প্রদান করা হবে এই পুরস্কার।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘অনেক মানুষ পশুদের সুন্দর জীবনের জন্য কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। পশু কল্যাণে তাদের অংশগ্রহণ ও অবদানের জন্যই এ পুরস্কার।’

অভিনেত্রী হিসেবে দুই বাংলাতেই শীর্ষ অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন জয়া আহসান। এবার পুরস্কার পাচ্ছেন ভিন্ন একটি সাবজেক্টে। বিষয়টি তার জন্য বেশ গর্বের বলেই জানালেন। জয়া আহসান বলেন ‘প্রাণীকে ভালোবার কারণে পুরস্কৃত করা হচ্ছে আমাকে এটির চেয়ে আমার কাছে আনন্দ লাগছে এমন একটি উদ্যোগের জন্য। যারা এমন আয়োজন করছেন তাদের প্রতি আমার ভালোবাসা। এমন আয়োজন আগামীতে প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

জয়া আরও বলেন, আমি কোনোদিন কিছু পাওয়ার জন্য পশু-পাখিদের জন্য কাজ করিনি। যা করেছি, নিজের আনন্দ আর ভেতরের টান থেকে। ধন্যবাদ জানাই সংগঠন সংশ্লিষ্টদের। তাদের এই উদ্যোগ অব্যাহত থাক।’

বলিউডে জয়ার কদর

বিনিসুতোয় গাঁথা জয়া ও ঋত্বিক

অন্যরকম জয়া

সুবর্ণজয়ন্তীতে প্রেক্ষাগৃহে জয়া!

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ