টেলিভিশনের এক রিয়্যালিটি শো’তে অডিশন দিতে যায় কলকাতার কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়া। অডিশন শেষে ফেরার পথে ঘটনাচক্রে দুজনের আলাপ হয়। তাদের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়।
শেষ পর্যন্ত তাদের সম্পর্ক, পরস্পরকে ঠিকমতো চিনতে পারার দক্ষতা বা ক্ষমতা কি ঠিক ছিল কিনা সেই গল্প নিয়েই কলকাতার অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ সিনেমা এগিয়ে যায়।
ছবিতে শ্রাবণী চরিত্রে আছেন জয়া আহসান, আর কাজল হয়েছেন কলকাতার খ্যাতিমান তারকা ঋত্বিক চক্রবর্তী।
সোমবার সকালে এসেছে ছবির ট্রেলার। সেখানে দেখা যায়, ৫০ লাখ টাকার জন্য রিয়্যালিটি শো’তে লড়ছে শ্রাবণী ও কাজল। সেই লাখ টাকার রয়েছে নির্দিষ্ট গন্তব্য। সেখানে তাদের পরিচয় ও শেষে খুঁজে চলার পালা। আর ট্রেলারের শেষ দিকে শ্রাবণী এক শেষ না হওয়া গল্পের ইঙ্গিত দেয়।
‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয়ে আরও আছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।
ইতিমধ্যে চলচ্চিত্রটি একাধিক উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে। শিগগিরই জানা গেছে মুক্তির তারিখ।
আর এটি হতে যাচ্ছে করোনা পরবর্তী সময়ে জয়ার সবচেয়ে বড় কলকাতা রিলিজ।